চোট সারাতে অস্ত্রোপচার প্রয়োজন, নিউজিল্যান্ডে যেতে পারেন জসপ্রীত বুমরা

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরা চোট সারিয়ে কবে জাতীয় দলে ফিরবেন, সেটা এখনও বলা যাচ্ছে না। আরও অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে।

গত বছরের শেষদিক থেকেই চোটের জন্য মাঠের বাইরে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। তাঁর পক্ষে এবারের আইপিএল-এও খেলা সম্ভব হবে না। এমনকী, দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও অনিশ্চিত এই তারকা পেসার। এরই মধ্যে জানা গিয়েছে, কোমরের অস্ত্রোপচারের জন্য নিউজিল্যান্ডে যেতে পারেন বুমরা। বিসিসিআই মেডিক্যাল টিম ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে নিউজিল্যান্ডের এক শল্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই চিকিৎসকই ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের অস্ত্রোপচার করেছেন। যত দ্রুত সম্ভব অকল্যান্ডে উড়ে যাবেন বুমরা। সেরকমই ব্যবস্থা করছে বিসিসিআই মেডিক্যাল টিম ও এনসিএ। এই মুহূর্তে চিকিৎসকদের বক্তব্য, বুমরার সুস্থ হয়ে উঠতে ২০ থেকে ২৪ সপ্তাহ লাগতে পারে। ফলে সেপ্টেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে এই পেসারকে। ফলে আইপিএল তো বটেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলতে পারবেন না বুমরা। এশিয়া কাপেও হয়তো তিনি খেলতে পারবেন না। অক্টোবরে দেশের মাটিতে বিশ্বকাপের আগে এই পেসারকে ফিট করে তোলাই বিসিসিআই-এর লক্ষ্য।

বুমরার অস্ত্রোপচার করতে পারেন যে শল্য চিকিৎসক, তাঁর নাম রোয়ান শ্যুটেন। তিনি ক্রাইস্টচার্চের চিকিৎসক। অতীতে বিখ্যাত অর্থোপেডিক সার্জেন গ্রাহাম ইনগ্লিসের সঙ্গে কাজ করেছেন শ্যুটেন। এই চিকিৎসকের কাছেই যাচ্ছেন বুমরা। অতীতে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার ও আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের বোলিং কোচ শেন বন্ডের অস্ত্রোপচার করেছেন শ্যুটেন। বন্ডই সম্ভবত বুমরার অস্ত্রোপচারের জন্য এই শল্য চিকিৎসকের নাম প্রস্তাব করেছেন।

Latest Videos

ক্রীড়াবিদদের মধ্যে বেশ জনপ্রিয় শ্যুটেন। তিনি বেশ কয়েকজন ক্রীড়াবিদের অস্ত্রোপচার করেছেন। তাঁর কাছে চিকিৎসা করিয়ে ক্রীড়াবিদরা ফল পেয়েছেন বলেই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। ইনগ্লিস যখন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনের অস্ত্রোপচার করেছিলেন, সেই সময় তাঁর সহকারী হিসেবে ছিলেন শ্যুটেন। তিনি বেন ডোয়ারশ্য়ুইস, জেসন বেহরেনডর্ফের অস্ত্রোপচারেও সাহায্য করেছিলেন। এরপর নিজেই আর্চারের অস্ত্রোপচার করেন শ্যুটেন। সেই কারণেই এই শল্য চিকিৎসকের উপর ভরসা রাখছে বিসিসিআই ও এনসিএ। শ্যুটেনের উপর বুমরারও ভরসা আছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের খেলা নিশ্চিত। সেই ম্যাচে বুমরা খেলতে পারবেন না। ফলে মহম্মদ সিরাজ, মহম্মদ সামির পাশাপাশি উমেশ যাদবকেও তৈরি রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণে ইন্দোর টেস্ট ম্যাচে সামিকে বিশ্রাম দিয়ে উমেশকে দলে রাখা হয়েছে। এই ম্যাচে অবশ্য এখনও পর্যন্ত মাত্র ২ ওভার বোলিং করেছেন উমেশ।

আরও পড়ুন-

জেমস অ্যান্ডারসনকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন

ভারতীয় দলের হয়ে অল্পদিন খেলেই হারিয়ে গিয়েছেন এই ক্রিকেটাররা, আছে বিখ্যাত নাম

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya