কপিল দেবকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে তৃতীয় সর্বাধিক উইকেট অশ্বিনের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইন্দোর টেস্ট ম্যাচেও তাঁর ভালো পারফরম্যান্স অব্যাহত।

বুধবারই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে পৌঁছে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার আরও একটি নজির গড়লেন এই অভিজ্ঞ অফস্পিনার। কিংবদন্তি কপিল দেবকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। বৃহস্পতিবার ইন্দোর টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ব্যাটার পিটার হ্যান্ডসকম্বকে আউট করে কপিলকে স্পর্শ করেন অশ্বিন। এরপর অ্যালেক্স কেরিকে আউট করে কপিলকে ছাপিয়ে যান অশ্বিন। তিনি এই ইনিংসে আরও একটি উইকেট নেন। তাঁর বলে বোল্ড হয়ে যান নাথান লিয়ন। ৩৪৭ ম্যাচে অশ্বিনের উইকেট ৬৮৯। ৪৪৮ ম্যাচ খেলে কপিল নেন ৬৮৭ উইকেট। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের দখলে। এই প্রাক্তন লেগ-স্পিনার ৪৯৯ ম্যাচ খেলে ৯৫৩ উইকেট নেন। দ্বিতীয় স্থানে প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। ৪৪২ ম্যাচ খেলে ৭০৭ উইকেট নেন হরভজন। পঞ্চম স্থানে প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান। তিনি ৩৭৩ ম্যাচ খেলে ৫৯৭ উইকেট নেন।

২০১০ সালের ৫ জুন জিম্বাবোয়ের রাজধানী হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলেন অশ্বিন। ২০১১ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন এই অফস্পিনার। তিনি এখনও ভারতীয় দলের অন্যতম ভরসা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলকে সাহায্য করছেন। এখনও পর্যন্ত ৯০টি টেস্ট ম্যাচ খেলে ৪৬৬ উইকেট নিয়েছেন অশ্বিন। ১১৩টি ওডিআই ম্যাচ খেলে ১৫১ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। ৬৫টি টি-২০ ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা ৭২।

Latest Videos

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন অশ্বিন। তিনি যেমন উইকেট নিচ্ছেন, তেমনই ব্যাট হাতেও দলকে ভরসা দিচ্ছেন। ফের ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত। সেই ম্যাচেও দলকে জেতানোর চেষ্টা করবেন এই অলরাউন্ডার। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ২-০ এগিয়ে ভারতীয় দল। এই সিরিজ ৪-০ বা ৩-১ ফলে জিতলেই ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিশ্চিত। ফলে ইন্দোর টেস্ট ম্যাচ জিতলেই ভারতীয় দলের লক্ষ্যপূরণ হবে। তবে ইন্দোর টেস্ট ম্যাচের ফল যাই হোক না কেন, আমেদাবাদে সিরিজের শেষ টেস্ট ম্যাচেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভারতীয় দল।

আরও পড়ুন-

চোট সারাতে অস্ত্রোপচার প্রয়োজন, নিউজিল্যান্ডে যেতে পারেন জসপ্রীত বুমরা

জেমস অ্যান্ডারসনকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election