সংক্ষিপ্ত

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন ভারতীয় দলের তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। তিনি একের পর এক নজির গড়ে চলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বেশিদিন কাটেনি। এরই মধ্যে একাধিক নজির গড়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। এবার কিংবদন্তি সুনীল গাভাসকরের একটি রেকর্ডও ভেঙে দিলেন যশস্বী। এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন এই তরুণ। তিনি ১,০৯৪ রান করেছেন। ভারতীয় দলের হয়ে ১০টি টেস্ট ম্যাচ খেলে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন যশস্বী। এতদিন এই রেকর্ড ছিল গাভাসকরের দখলে। এই কিংবদন্তি ১০টি টেস্ট ম্যাচ খেলার পর ৯৭৮ রান করেছিলেন। ১৯৭৩ সালে এই রেকর্ড গড়েন গাভাসকর। ৫১ বছর পর তাঁর রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। এই তরুণ ব্যাটার চেন্নাই টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন। এই ম্যাচেই গাভাসকরের রেকর্ড ভেঙে দিলেন যশস্বী।

কিংবদন্তিদের সঙ্গে একই সারিতে যশস্বী

১০টি টেস্ট ম্যাচ খেলার পর গাভাসকরের রেকর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন যশস্বী। এই তরুণ ব্যাটার এখন ১০টি টেস্ট ম্যাচ খেলার পর সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে। যশস্বীর চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এভার্টন উইকস এবং ওয়েস্ট ইন্ডিজেরই জর্জ হেডলি।

চলতি বছরে অসাধারণ ফর্মে যশস্বী

এ বছর ভারতীয় দলের হয়ে টেস্ট, টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন যশস্বী। এখনও পর্যন্ত ১৩ ইনিংস খেলে ৮০৬ রান করেছেন এই তরুণ। এ বছর ভারতীয় দলের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছেন যশস্বী। তিনি এ বছর আরও অনেক ম্যাচ খেলার সুযোগ পাবেন। ফলে রান বাড়ানোর সুযোগ পাবেন এই তরুণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রথম ইনিংসের ব্যর্থতা ঢাকলেন শুবমান গিল, দ্বিতীয় দিনের শেষেই ভারতের মুঠোয় চেন্নাই টেস্ট

আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট, চেন্নাই টেস্টে নতুন নজির জসপ্রীত বুমরার

১৪৭ বছরে প্রথমবার, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে অনন্য রেকর্ড যশস্বীর