বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে নেই রোহিত, দলে কুলদীপ যাদব

বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ২ ম্যাচ হেরে গিয়েছে ভারতীয় দল। শনিবার এই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ।

Web Desk - ANB | Published : Dec 9, 2022 12:37 PM IST

বাঁ হাতের বুড়ো আঙুলে চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে ঢাকা থেকে মুম্বই ফিরে এসেছেন। সেই কারণে তিনি এখন দলের সঙ্গে নেই। রোহিতের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলে নেই দীপক চাহার ও কুলদীপ সেনও। রোহিতের অনুপস্থিতিতে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন কে এল রাহুল। এই ম্যাচের জন্য ভারতীয় দলে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকে। এ বিষয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, 'কুলদীপ সেন ও দীপক চাহার বেঙ্গালুরুতে চোট সারানোর জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। রোহিত শর্মা টেস্ট সিরিজে খেলতে পারবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিতের চোটের অবস্থা কেমন থাকে, সেটা দেখেই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।' তবে বিসিসিআই-এর পক্ষ থেকে এই খবর জানানো হলেও, ভারতীয় দল সূত্রে খবর, টেস্ট সিরিজেও রোহিতের খেলার সম্ভাবনা কম।

বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। বিসিসিআই মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করে দেখেছে। তিনি ঢাকার একটি হাসপাতালে গিয়ে স্ক্যান করান। এরপর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য মুম্বই উড়ে এসেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচে খেলতে পারবেন না রোহিত। তিনি টেস্ট সিরিজে খেলতে পারবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'

বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, 'ফাস্ট বোলার কুলদীপ সেন প্রথম ওডিআই ম্যাচের পর পিঠে ব্যথার কথা জানান। বিসিসিআই-এর তাঁর চোটের অবস্থা পরীক্ষা করে দ্বিতীয় ওডিআই ম্যাচে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কুলদীপ। দ্বিতীয় ওডিআই ম্যাচে অপর এক ফাস্ট বোলা দীপক চাহারের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তিনিও এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। চোট সারানোর জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাচ্ছেন কুলদীপ ও দীপক।'

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল- কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষান, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও কুলদীপ যাদব।

আরও পড়ুন-

প্রথম টেস্টে নেই তামিম, ভারতের বিরুদ্ধে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

মুলতানে ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই গুলি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে ৫০০ ওভার-বাউন্ডারি রোহিতের

Share this article
click me!