রবিবার কেমন থাকবে কানপুরের আবহাওয়া? ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের ফল হবে?

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেতে মরিয়া ছিল ভারতীয় দল। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া।

শুক্রবার কানপুর টেস্ট ম্যাচের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। শনিবার দ্বিতীয় দিন খারাপ আবহাওয়ার কারণে খেলা শুরুই করা সম্ভব হল না। রবিবার তৃতীয় দিনও খেলা শুরু করা যাবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার সারারাত কানপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার সকালেও বৃষ্টি চলতে পারে। খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টা। সেই সময় বৃষ্টির পূর্বাভাস ৬১ শতাংশ। দুপুর সাড়ে ১২টা নাগাদ বৃষ্টির বেগ কমতে পারে। কিন্তু রবিবার সারাদিনই কানপুরের আকাশ মেঘলা থাকবে। ফলে মাঠকর্মীদের পক্ষে মাঠকে খেলার উপযোগী করে তোলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। কিন্তু দুপুর আড়াইটে নাগাদ ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে রবিবার খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম।

সামান্য সময়ের জন্য খেলা হবে?

Latest Videos

গ্রিন পার্কের মাঠকর্মীরা যদি সবরকমভাবে চেষ্টা করেন এবং বৃষ্টি থামে, তাহলে অন্তত কিছুক্ষণের জন্য খেলা হতে পারে। তবে সেটা সম্ভব হবে কি না এখনই বলা যাচ্ছে না। গ্রিন পার্কের নিকাশি ব্যবস্থা কত ভালো, সে বিষয়ে সংশয় রয়েছে। সবকিছুই আবহাওয়ার উপর নির্ভর করছে। রবিবার সকাল ১১টার পর যদি বৃষ্টি থেমে যায়, তাহলে দ্বিতীয় ও তৃতীয় সেশনের খেলা হতে পারে। রবিবার যদি খেলা হয় এবং বাংলাদেশের প্রথম ইনিংসের বাকি ৭ উইকেট তুলে নিতে পারে ভারতীয় দল, তাহলে চতুর্থ ও পঞ্চম দিনের খেলা জমে যেতে পারে।

কানপুর টেস্টের এখন কী অবস্থা?

কানপুর টেস্ট ম্যাচের প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭। রবিবার তৃতীয় দিন এই অবস্থা থেকে খেলা শুরু হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিরাট কোহলির খেলা দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি! কিশোরের কাণ্ডে হতবাক ক্রিকেট মহল

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি ফিরল, এবার আহত তরুণ ক্রিকেটার মুশির খান

টেস্টে প্রত্যাবর্তনেই শতরান, আইসিসি র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ঋষভ পন্থ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের