সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি সব বয়সের মানুষের মধ্যেই অত্যন্ত জনপ্রিয়। কানপুরে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বিরাটের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল।

বিরাট কোহলির খেলা দেখতে সাইকেলে ৫৮ কিলোমিটার পাড়ি দিল ১৫ বছর বয়সি এক কিশোর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই কিশোরের ভিডিও। এই কিশোরের নাম কার্তিকেয়। সে উত্তরপ্রদেশের উন্নাও থেকে সাইকেল চালিয়ে কানপুরে পৌঁছে গিয়েছে। এই কিশোর জানিয়েছে, সে শুক্রবার ভোর চারটেয় বাড়ি থেকে বেরোয়। ভোরের আলো ফোটার আগেই বাড়ি থেকে বেরোলেও, তার কানপুরে পৌঁছতে সাত ঘণ্টা লেগে যায়। সকাল ১১টা নাগাদ গ্রিন পার্কে পৌঁছয় এই কিশোর। সে দশম শ্রেণির ছাত্র। সে জানিয়েছে, তার বাবা-মা বৃষ্টির মধ্যে উন্নাও থেকে কানপুরে যেতে বারণ করেছিলেন। কিন্তু কারও কথা না শুনেই একা সাইকেল নিয়ে কানপুরে পৌঁছে গিয়েছে কার্তিকেয়। তবে এত কষ্ট করেও তার আশা পূরণ হল না। শুক্রবার খারাপ আবহাওয়ার জন্য গ্রিন পার্কে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। বাংলাদেশ ব্যাটিং করেছে। ফলে বিরাটের ব্যাটিং দেখার সুযোগ পায়নি কার্তিকেয়। তবে এই কিশোর আশা ছাড়তে নারাজ। সে ফের খেলা দেখতে যাবে বলে জানিয়েছে।

টসে জেতার সুযোগ নিতে ব্যর্থ ভারতীয় দল

শুক্রবার আউটফিল্ড ভিজে থাকায় সকাল সাড়ে ৯টার বদলে সাড়ে ১০টায় শুরু হয় খেলা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আশা ছিল, আবহাওয়ার সুযোগ নিয়ে দ্রুত বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করে দেবেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপরা। কিন্তু আকাশ দীপ শুরুতে জোড়া উইকেট নিলেও, বুমরা ও সিরাজ উইকেট পাননি। এদিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। দিনের শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১০৭।

 

 

শনিবারও বৃষ্টির পূর্বাভাস

শনিবার কানপুর টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে খেলা ভালোভাবে হবে কি না সে বিষয়ে সংশয় রয়েছে। শনিবারও হয়তো বিরাটের ব্যাটিং দেখার সুযোগ পাবে না কার্তিকেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কানপুরে স্থানীয় দর্শকরা মারধর করেছেন, অভিযোগ 'টাইগার রবি'-র, ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তি, দাবি পুলিশের

কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা, আবহাওয়ার সুবিধা নিতে ব্যর্থ ভারত

'রোহিত শর্মা অনুপ্রেরণা,' মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে বার্তা শেফালি ভার্মার