কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও ভেস্তে যাওয়ার পথে, দুপুর দুটোয় চূড়ান্ত ঘোষণা

ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ নিরুত্তাপ ড্রয়ের পথে। আবহাওয়ার কাছে বাধা পেল ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের পয়েন্ট বাড়ত, কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না।

Soumya Gangully | Published : Sep 29, 2024 7:08 AM IST / Updated: Sep 29 2024, 01:42 PM IST

আবহাওয়ার পূর্বাভাসই সত্যি হল। কানপুরের গ্রিন পার্কে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলাও শুরু করা সম্ভব হল না। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা ভেস্তে যায়। তৃতীয় দিন প্রথম দুই সেশনের খেলাও ভেস্ততে গেল। এদিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। রবিবার সকাল থেকে নতুন করে বৃষ্টি না হলেও, এখনও রোদের দেখা পাওয়া যায়নি। ফলে মাঠকর্মীদের পক্ষে আউটফিল্ড খেলার উপযোগী করে তোলা কঠিন হয়ে পড়ছে। মাঠকর্মীদের সঙ্গে কথা বলছেন আম্পায়াররা। দুপুর দুটোয় ফের মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তারপরেই জানা যাবে এদিন খেলা শুরু করা সম্ভব হবে কি না।

আউটফিল্ডে বিভিন্ন জায়গা স্যাঁতস্যাঁতে

Latest Videos

গ্রিন পার্কের আউটফিল্ডে বিভিন্ন জায়গায় এখনও জল জমে আছে। রোদ না ওঠায় মাঠকর্মীদের পক্ষে আউটফিল্ডের সব জায়গা থেকে জল সরিয়ে ফেলা সম্ভব হচ্ছে না। বোলারদের রান আপের জায়গাও এখনও কিছুটা ভিজে আছে। মাঠকর্মীরা রান আপের জায়গা শুকনো করে তোলার চেষ্টা করছেন। কিন্তু এখনও পর্যন্ত সব জায়গা শুকনো করে তোলা সম্ভব হয়নি। ঘাসের তলায় এখনও জল আছে। পিচও স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ফলে খেলা শুরু হলে ভারতের পেসারদের সুবিধা হতে পারে। এই পিচে মুশফিকুর রহিম, মোমিনুক হককে বিপাকে ফেলে দিতে পারেন জসপ্রীত বুমরা, আকাশ দীপরা। এই পিচে ব্যাটিং করা কঠিন। কিন্তু তার আগে আউটফিল্ড খেলার উপযোগী হতে হবে।

ড্রয়ের পথে কানপুর টেস্ট

রবিবার যদি খেলা শুরু করা সম্ভব না হয়, তাহলে কানপুর টেস্ট ম্যাচের ফল হওয়া অত্যন্ত কঠিন। এই ম্যাচ ড্রয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইপিএল-এ প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম, সবচেয়ে বেশি লাভবান হবে সিএসকে?

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা, প্রথমবার জাতীয় দলে ময়াঙ্ক যাদব

ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি ফিরল, এবার আহত তরুণ ক্রিকেটার মুশির খান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

সে কে? যার নাম শুনতেই ক্ষমা চাইলেন মীনাক্ষী, দেখুন | Minakshi Mukherjee Speech Today | Flood
BJP LIVE: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী অভিযোগ, দেখুন সরাসরি
'ডাক্তারদের নয়, দুর্নীতিগ্রস্থদের নিরাপত্তা নিয়ে ব্যাস্ত এই সরকার' Subarna Goswami | RG Kar Protest
নার্সদের জুতোর বাড়ি! ঝাঁঝিয়ে উঠলেন কিঞ্জল, তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল | Sagar Dutta Medical
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News