সংক্ষিপ্ত
কানপুরের গ্রিন পার্কে ভারত-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। এরই মধ্যে টি-২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা।
শনিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। ৬ অক্টোবর শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ। দুই দল তিনটি টি-২০ ম্যাচ খেলবে। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন ময়াঙ্ক যাদব। তিন বছর পর জাতীয় দলে ফিরলেন বরুণ চক্রবর্তী। দলে আছেন- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং, হর্ষিত রানা ও ময়াঙ্ক যাদব। বেশ কিছুদিন পর জাতীয় দলে ফিরলেন হার্দিক। তবে তিনি অধিনায়কত্ব ফেরত পাননি। রোহিত শর্মা টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পর এই ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে সূর্যকুমারের উপর ভরসা রাখছেন নির্বাচকরা।
আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার ময়াঙ্কের
এবারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখান ময়াঙ্ক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল-এ অভিষেক ম্যাচে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন ময়াঙ্ক। তিনি আইপিএল-এ অভিষেক ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেই ম্যাচে ২১ রানে জয় পায় লখনউ। ২২ বছর বয়সি এই ক্রিকেটার আইপিএল-এ অভিষেক মরসুমে ৪ ম্যাচ খেলে ১২.১৪ গড় এবং ৬.৯৮ ইকনমি রেটে ৭ উইকেট নেন। চোটের জন্য বাকি ম্যাচগুলিতে খেলতে পারেননি ময়াঙ্ক। তবে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তার সুবাদেই জাতীয় দলে ডাক পেলেন।
ছন্দে ফিরতে পারবেন হার্দিক?
মাঠের বাইরে ব্যক্তিগত সমস্যা মিটিয়ে ছন্দে ফেরার লক্ষ্যে হার্দিক। বেশ কিছুদিন জাতীয় দলের হয়ে খেলেননি এই অলরাউন্ডার। এবার বাংলাদেশের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়ে টেস্ট সিরিজেও জাতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্যে হার্দিক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রবিবার কেমন থাকবে কানপুরের আবহাওয়া? ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের ফল হবে?
ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার স্মৃতি ফিরল, এবার আহত তরুণ ক্রিকেটার মুশির খান
টেস্টে প্রত্যাবর্তনেই শতরান, আইসিসি র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ঋষভ পন্থ