সংক্ষিপ্ত
২০২৫ সালের আইপিএল-এর প্রস্তুতি কয়েক মাস আগেই শুরু হয়ে গিয়েছে। এবার প্লেয়ার রিটেনশন সংক্রান্ত নিয়ম ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত।
আইপিএল-এ 'আনক্যাপড প্লেয়ার' সংক্রান্ত নিয়মে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের মুখে হাসি সবচেয়ে চওড়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয় ক্রিকেটার যদি গত পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেট না খেলেন বা বিসিসিআই-এর চুক্তির আওতায় না থাকেন, তাহলে তিনি 'আনক্যাপড প্লেয়ার' হিসেবে বিবেচিত হবেন। মাত্র চার কোটি টাকায় একজন 'আনক্যাপড প্লেয়ার'-কে দলে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলা কোনও ক্রিকেটারকে রিটেন করতে হলে অন্তত ১১ কোটি টাকা দিতে হবে। এই নিয়মে মহেন্দ্র সিং ধোনিকে দলে ধরে রাখতে পারবে সিএসকে। ধোনিকে চার কোটি টাকা দিয়ে দলে রেখে দিতে পারলে সবদিক থেকেই লাভবান হবে সিএসকে।
আইপিএল-এ নতুন নিয়ম
২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএল-এ 'আনক্যাপড প্লেয়ার রুল' ছিল। এবার সেই নিয়মই নতুন করে চালু করল বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি রিটেনশন ও রাইট টু মার্চ নিয়মের মাধ্যমে মোট ৬ জন ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে। প্রথম পছন্দের এবং চতুর্থ পছন্দের ক্রিকেটারকে দলে রাখতে হলে ১৮ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় পছন্দের এবং পছন্দের ক্রিকেটারকেও ১৮ কোটি টাকা দিতে হবে। তৃতীয় পছন্দের ক্রিকেটারকে ১১ কোটি টাকা দিতে হবে। মোট ১২০ কোটি টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
ফের ধোনিকে নিয়ে আলোচনা
আইপিএল-এ প্লেয়ার রিটেনশন সংক্রান্ত নতুন নিয়মের কথা ঘোষণার পরেই ধোনিকে নিয়ে নতুন কর আলোচনা শুরু হয়েছে। এই তারকার অবসর নিয়ে গত কয়েক বছর ধরেই আলোচনা চলছে। কিন্তু এবার আলোচনার মোড় ঘুরে গিয়েছে। ধোনি ফের খেলবেন বলেই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'আমার ছেলের ভারতরত্ন পাওয়া উচিত ছিল, জীবন নষ্ট করে দিয়েছে ধোনি,' ফের তোপ যুবরাজের বাবার
'বিরাটের বড় দাদা?' জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলা নিয়ে মুখ খুললেন ধোনি
২০২৫ সালের আইপিএল-এ 'আনক্যাপড প্লেয়ার' হিসেবে খেলবেন মহেন্দ্র সিং ধোনি?