বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারতীয় দল। দ্বিতীয় দিন রান বাড়িয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেওয়াই ভারতের লক্ষ্য।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শতরান হাতছাড়া করলেন এই সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারা। তিনি প্রায় ৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি। বুধবার চট্টগ্রাম টেস্ট ম্যাচের প্রথম দিন ২০৩ বলে ৯০ রান করেন পূজারা। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে নিশ্চিত শতরান হারালেন পূজারা। দিনের শেষে ৮২ রানে অপরাজিত শ্রেয়াস আইয়ার। তাঁর ১৬৯ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি। এদিন ৪৫ বলে ৪৬ রান করেন ঋষভ পন্থ। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। এই টেস্ট ম্যাচে ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল ওপেন করতে নেমে করেন ২২ রান। অপর ওপেনার শুবমান গিল করেন ২০ রান। ৩ নম্বরে নেমে ভারতের ইনিংসকে ভাল জায়গায় নিয়ে যান পূজারা। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫ বলে মাত্র ১ রান করেই আউট হয়ে যান বিরাট কোহলি। পন্থ ইনিংসের শুরুটা দারুণভাবে করেছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারলেন না। ১৪ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের হয়ে ৮৪ রান দিয়ে ৩ উইকেট নেন তাইজুল। ৭১ রান দিয়ে ২ উইকেট নেন মেহিদি হাসান মিরাজ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন খালেদ আহমেদ। দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ২৭৮।
এদিন ভারতের ইনিংসের শুরুটা খারাপ করেননি রাহুল ও শুবমান। কিন্তু ভারতের ২ ওপেনার ও ৩ নম্বরে ব্যাটিং করতে নামা বিরাট আউট হয়ে যাওয়ার পর হঠাৎই চাপে পড়ে যায় ভারতীয় দল। ৪৮ রানে ৩ উইকেট থেকে পাল্টা লড়াই শুরু করেন পূজারা ও পন্থ। এরপর পূজারার সঙ্গে মিলে ভারতের ইনিংসকে ভাল জায়গায় পৌঁছে দেন শ্রেয়াস। পূজারা ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন অক্ষর। তিনি দিনের শেষ বলে আউট হয়ে যান।
২০১৯-এর জানুয়ারিতে শেষবার টেস্ট ম্যাচে শতরান করেছিলেন পূজারা। মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় বলেই ১২ রানের মাথায় ইবাদত হোসেনের বলে নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে বসেন পূজারা। কিন্তু সেই ক্যাচ ফস্কান নুরুল। বাংলাদেশের ফিল্ডাররা আরও ক্যাচ ফস্কান। শ্রেয়াসের ২টি ক্যাচ পড়ে। তিনি যখন ৩০ রানের মাথায় ব্যাটিং করছিলেন, তখন শাকিব আল-হাসানের বলে তাঁর ক্যাচ ফস্কান নুরুল। এরপর শ্রেয়াসের ৬৭ রানের মাথায় মেহিদির বলে মিড উইকেটে ক্যাচ ফস্কান ইবাদত। এরপর আর কোনও সুযোগ দেননি শ্রেয়াস।
আরও পড়ুন-
গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই দুরন্ত শতরান অর্জুন তেন্ডুলকরের
বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপ সেমি ফাইনাল দেখায় নিষেধাজ্ঞা জারি কোচের
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান