গোয়ার হয়ে রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের

বেশ কিছুদিন ধরেই খেলছেন। অবশেষে মঙ্গলবার রঞ্জি ট্রফিতে অভিষেক হল সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের। গোয়ার হয়ে খেলছেন তিনি।

সচিন তেন্ডুলকর প্রথমবার রঞ্জি ট্রফির দলে ডাক পান ১৪ বছর বয়সে। তিনি প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সুযোগ পান ১৫ বছর বয়সে। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর প্রথমবার রঞ্জি ট্রফির ম্যাচ খেললেন ১৫ বছর বয়সে। মঙ্গলবার গোয়ার হয়ে রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক হল অর্জুনের। পরভরিমে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমি গ্রাউন্ডে রঞ্জি ট্রফি এলিট গ্রুপ সি ম্যাচে খেলার সুযোগ পেলেন অর্জুন। এতদিন মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলের হয়ে খেলার চেষ্টা করছিলেন অর্জুন। কিন্তু তিনি সুযোগ পাচ্ছিলেন না। সেই কারণে এই মরসুমে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেলেন এই বাঁ হাতি পেসার। প্রথম দিন অবশ্য তিনি বোলিং করার সুযোগ পাননি। এদিন রাজস্থান টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করেছে গোয়া। ৮১ রান করে অপরাজিত সূযশ প্রভুদেশাই। ৫৯ রান করেছেন স্নেহাল কৌঠাঙ্কর। ৪ রান করে অপরাজিত অর্জুন।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর এবার সাফল্য পাওয়াই লক্ষ্য অর্জুনের। এই তরুণ গত কয়েক মরসুম ধরেই আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স দলে আছেন। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল-এ কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। মুম্বই ইন্ডিায়ন্সের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছেন, খেলার সুযোগ পেতে গেলে অর্জুনকে আরও উন্নতি করতে হবে। তাহলেই তিনি প্রথম একাদশে সুযোগ পাবেন। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেশি খেলার সুযোগ না পেলে অর্জুনের পক্ষে উন্নতি করা সম্ভব নয়। সেই কারণেই তিনি মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

Latest Videos

গোয়ার হয়ে খেলার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছিলেন অর্জুন। তিনি গোয়ার হয়ে খেললে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এরপরেই গোয়ার হয়ে খেলা শুরু করেছেন সচিন-পুত্র। এ প্রসঙ্গে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব বিপুল ফাড়কে জানিয়েছেন, 'অর্জুন এবার গোয়ার হয়ে খেলতে চাইছিল। সেই কারণে ও আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা ওকে বলি, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ও সেই সার্টিফিকেট জমা দিয়েছে। ফলে ওকে নিতে আমাদের আপত্তি ছিল না। ফিটনেস ও স্কিল টেস্টের পর ওকে দলে নেওয়া হয়েছে।'

আরও পড়ুন-

বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপ সেমি ফাইনাল দেখায় নিষেধাজ্ঞা জারি কোচের

বুধবার থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ, তৈরি রোহিতহীন টিম ইন্ডিয়া

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News