শতরান হাতছাড়া পন্থ, শ্রেয়াসের, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভাল জায়গায় ভারত

Published : Dec 23, 2022, 06:29 PM IST
India vs England 2022 Rishabh Pant scored Century and set multiple records at Edgbaston test spb

সংক্ষিপ্ত

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সহজেই জিতে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভাল জায়গায় ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জয়ের পর দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারতীয় দল। ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৭ রান। ক্রিজে নাজমুল হোসেন শান্ত (৫) ও জাকির হাসান (২)। ভারতের চেয়ে এখনও ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩১৪ রানে। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। এই বাঁ হাতি ব্যাটারের ১০৫ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। প্রথম টেস্ট ম্যাচেও দ্রুতগতিতে রান তুলেছিলেন পন্থ। দ্বিতীয় টেস্ট ম্যাচেও তিনি সেভাবেই ব্যাটিং করলেন। প্রথম টেস্ট ম্যাচের মতোই দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভাল পারফরম্যান্স দেখালেন শ্রেয়াস আইয়ার। তিনি করেন ৮৭ রান। তাঁর ১০৫ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। 

পন্থ ও শ্রেয়াস ছাড়া ভারতের হয়ে প্রথম ইনিংসে আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। রোহিত শর্মা না থাকায় এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া কে এল রাহুল ওপেন করতে নেমে ফের ব্যর্থ হয়েছেন। তিনি করেন মাত্র ১০ রান। অপর ওপেনার শুবমান গিল করেন ২০ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা চেতেশ্বর পূজারা করেন ২০ রান। বিরাট কোহলি করেন ২৪ রান। অক্ষর প্যাটেল করেন ৪ রান। রবিচন্দ্রন অশ্বিন করেন ১২ রান। জয়দেব উনাদকাট ১৪ রান করে অপরাজিত থাকেন। উমেশ যাদবও করেন ১৪ রান। মহম্মদ সিরাজ করেন ৭ রান। বাংলাদেশের হয়ে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নেন শাকিব আল-হাসান। ৭৪ রান দিয়ে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। ১ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও মেহিদি হাসান মিরাজ।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস ৭৩.৫ ওভারের মধ্যে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৮৪ রান করেন মোমিনুল হক। মুস্তাফিজুর রহিম করেন ২৬ রান। ২৫ রান করেন লিটন দাস। ২৪ রান করেন শান্ত। শাকিব করেন ১৬ রান। মেহিদি করেন ১৫ রান। ভারতের হয়ে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন উমেশ। ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন। ৫০ রান দিয়ে ২ উইকেট নেন উনাদকাট। 

আরও পড়ুন-

আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন

১৮.৫ কোটি টাকা! আইপিএল নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান

'ধৈর্য ধরে বল করে গিয়েছি, তাতেই সাফল্য'- সাংবাদিক সম্মেলনে বললেন উমেশ যাদব

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?