শতরান হাতছাড়া পন্থ, শ্রেয়াসের, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভাল জায়গায় ভারত

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সহজেই জিতে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভাল জায়গায় ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জয়ের পর দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারতীয় দল। ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৭ রান। ক্রিজে নাজমুল হোসেন শান্ত (৫) ও জাকির হাসান (২)। ভারতের চেয়ে এখনও ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩১৪ রানে। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। এই বাঁ হাতি ব্যাটারের ১০৫ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। প্রথম টেস্ট ম্যাচেও দ্রুতগতিতে রান তুলেছিলেন পন্থ। দ্বিতীয় টেস্ট ম্যাচেও তিনি সেভাবেই ব্যাটিং করলেন। প্রথম টেস্ট ম্যাচের মতোই দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভাল পারফরম্যান্স দেখালেন শ্রেয়াস আইয়ার। তিনি করেন ৮৭ রান। তাঁর ১০৫ বলের ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। 

পন্থ ও শ্রেয়াস ছাড়া ভারতের হয়ে প্রথম ইনিংসে আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। রোহিত শর্মা না থাকায় এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া কে এল রাহুল ওপেন করতে নেমে ফের ব্যর্থ হয়েছেন। তিনি করেন মাত্র ১০ রান। অপর ওপেনার শুবমান গিল করেন ২০ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা চেতেশ্বর পূজারা করেন ২০ রান। বিরাট কোহলি করেন ২৪ রান। অক্ষর প্যাটেল করেন ৪ রান। রবিচন্দ্রন অশ্বিন করেন ১২ রান। জয়দেব উনাদকাট ১৪ রান করে অপরাজিত থাকেন। উমেশ যাদবও করেন ১৪ রান। মহম্মদ সিরাজ করেন ৭ রান। বাংলাদেশের হয়ে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নেন শাকিব আল-হাসান। ৭৪ রান দিয়ে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। ১ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও মেহিদি হাসান মিরাজ।

Latest Videos

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস ৭৩.৫ ওভারের মধ্যে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৮৪ রান করেন মোমিনুল হক। মুস্তাফিজুর রহিম করেন ২৬ রান। ২৫ রান করেন লিটন দাস। ২৪ রান করেন শান্ত। শাকিব করেন ১৬ রান। মেহিদি করেন ১৫ রান। ভারতের হয়ে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন উমেশ। ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন অশ্বিন। ৫০ রান দিয়ে ২ উইকেট নেন উনাদকাট। 

আরও পড়ুন-

আইপিএল-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন

১৮.৫ কোটি টাকা! আইপিএল নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান

'ধৈর্য ধরে বল করে গিয়েছি, তাতেই সাফল্য'- সাংবাদিক সম্মেলনে বললেন উমেশ যাদব

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today