সংক্ষিপ্ত

প্রতিবারই আইপিএল-এর নিলামে দেশ-বিদেশের ক্রিকেটাররা বিপুল দর পান। এবারও তার ব্যতিক্রম হল না। ভেঙে গেল অতীতের সব রেকর্ড।

কোচিতে চলছে আইপিএল ২০২৩-এর নিলাম। শুরুতেই রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। তাঁকে ১৮.৫০ কোটি টাকায় দলে নিল পাঞ্জাব কিংস। এর আগে আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিস মরিস। তাঁর দর উঠেছিল ১৬.২৫ কোটি টাকা। সেই রেকর্ড ভেঙে দিলেন কারান। এদিন আইপিএল নিলামে তাঁকে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানসের মধ্যে টানটান লড়াই চলে। এই অলরাউন্ডারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সেখান থেকে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের দড়ি টানাটানিতে দর পৌছে যায় ১০ কোটি টাকায়। তারপর এই ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। শেষপর্যন্ত পাঞ্জাব কিংসই এই অলরাউন্ডারকে দলে নিতে সক্ষম হয়। এবারের টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান কারান। এর ফলেই তিনি আইপিএল নিলামে রেকর্ড দর পেলেন।

এবারের টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কারান। তাঁর বয়স ২৪ বছর। এর মধ্যেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছন। সেই কারণেই এবারের আইপিএল নিলামে তাঁকে নিয়ে এত লড়াই হল ৫ ফ্র্যাঞ্জাইজির মধ্যে। ২০২১-এর আ্রইপিএল নিলামে ১৬.২৫ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এতদিন আইপিএল নিলামে সেটাই ছিল কোনও ক্রিকেটারের রেকর্ড দর। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন কারান।

ইংল্যান্ডের এই অলরাউন্ডার যে আইপিএল নিলামে বিপুল দর পাবেন, সেটা আগেই বলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্যাটার ক্রিস গেইল। তিনি বলেন, 'সবার আগে আমি স্যাম কারানকে দলে নেব। ওর বয়স কম, আইপিএল-এ সাধারণত তরুণ ক্রিকেটারদেরই দলে নেওয়া হয়। ও কতগুলি ম্যাচ খেলতে পারবে, সেটা দেখেই ওকে দলে নিতে হবে। ও দারুণ ফর্মে আছে। তাই ওকে অবশ্যই দলে নেওয়া উচিত। বেন স্টোকসও টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভাল খেলেছিল। ওরও আইপিএল নিলামে ভাল দর পাওয়া উচিত। কেউ ১৬ বা ১৭ কোটি টাকার বেশি দর পেলে আমি অবাক হব না।'

গেইলের সেই কথাই শেষপর্যন্ত সত্যি হল। ১৬.২৫ কোটি টাকায় স্টোকসকে দলে নিল চেন্নাই সুপার কিংস। ফলে ইংল্যান্ডের যে ২ ক্রিকেটারের উপরে বাজি ধরেছিলেন গেইল, সেই ২ ক্রিকেটারই বিপুল দর পেলেন। 

আরও পড়ুন-

'ধৈর্য ধরে বল করে গিয়েছি, তাতেই সাফল্য'- সাংবাদিক সম্মেলনে বললেন উমেশ যাদব

বাংলাদেশকে হারিয়ে টানা ৩ বার দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

১৫ অলআউট! বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে লজ্জার রেকর্ড সিডনি থান্ডারের