
এবারের আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আইপিএল-এর ইতিহাসেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন। তাঁকে ১৭.৫০ কোটি টাকা দিয়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিনই ১৮.৫০ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি দর পেয়েছেন কারান। দ্বিতীয় স্থানে গ্রিন। এই অলরাউন্ডার যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারেন। তিনি যেমন নতুন বলে দুর্দান্ত বোলিং করতে পারেন, তেমনই ইনিংসের শেষদিকেও বিপক্ষের ব্যাটারদের আটকে রাখতে পারেন। সেই কারণেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে তাঁকে দলে নেওয়ার জন্য লড়াই চলছিল। এরকম একজন ক্রিকেটারকে যে কোনও দলই নিতে পারবে। শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স গ্রিনকে দলে নিতে সক্ষম হল। ২৩ বছর বয়সি এই অলরাউন্ডার এ বছর কোনও বিদেশি টি-২০ লিগে খেলেননি। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে তিনি খেলছেন। ২০১৮-১৯ মরসুম থেকে পারথ স্কর্চার্সের হয়ে খেলছেন গ্রিন। এবারও তিনি এই দলে আছেন।
শুক্রবার আইপিএল নিলামে গ্রিনকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে। গ্রিনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। নিলামে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে লড়াই শুরু হতেই দর পৌঁছে যায় ৭ কোটি টাকায়। এরপর গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা শুরু করে দিল্লি ক্যাপিটালস। ফলে এই অলরাউন্ডারের দর পৌঁছে যায় ১০ কোটি টাকায়। দিল্লি ক্য়াপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে দর কাষাকষি চলতে থাকে। ফলে গ্রিনের দর পৌঁছে যায় ১৫ কোটি টাকায়। শেষপর্যন্ত লড়াই থেকে সরে যেতে বাধ্য হয় দিল্লি ক্যাপিটালস।
আকাশ আম্বানি বলেছেন, ‘আমরা ২-৩ বছর ধরেই গ্রিনকে দলে নেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের মনে হয়েছে, দলে ঠিক যেরকম ক্রিকেটারকে চাই, গ্রিন একদম সেরকম। ওর বয়সের ক্রিকেটারদেরই আমরা দলে নিতে চাইছিলাম। আমরা এবারের আইপিএল নিলামে কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে নিতে চাই।’
এ বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন গ্রিন। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১৩৯ রান করেছেন এই অলরাউন্ডার। স্ট্রাইক রেট ১৭৩.৭৫। তাঁর অর্ধশতরানের সংখ্যা ২। তিনি টি-২০ আন্তর্জাতিকে ৫ উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ৩৫.৬০ এবং ইকনমি রেট ৮.৯০। এবারের টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন গ্রিন। এবারই প্রথম আইপিএল খেলবেন গ্রিন।
আরও পড়ুন-
১৮.৫ কোটি টাকা! আইপিএল নিলামে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান
'ধৈর্য ধরে বল করে গিয়েছি, তাতেই সাফল্য'- সাংবাদিক সম্মেলনে বললেন উমেশ যাদব
এবারের আইপিএল নিলামে সর্বকনিষ্ঠ, চিনে নিন ১৫ বছরের এই আফগান ক্রিকেটারকে