অশ্বিন-শ্রেয়াসের দুরন্ত লড়াই, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে জয় ভারতের

বাংলাদেশের পক্ষে অঘটন ঘটানো সম্ভব হল না। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় দল। ২-০ ফলে সিরিজ জিতল ভারত।

প্রথম টেস্ট ম্যাচের পর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় দল। চতুর্থ দিন সকালে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সাময়িকভাবে হারের আতঙ্ক তৈরি হয়েছিল। তবে রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারের অসাধারণ লড়াইয়ে জয় ছিনিয়ে নিল ভারত। চাপের মুখে ৪২ রান করে অপরাজিত থাকেন অশ্বিন। ২৯ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার আশা বাড়ল ভারতের। এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ভারতীয় দল। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে ভারত। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার জয়ই লক্ষ্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তবে তার আগে ফাইনালে যাওয়া নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। 

শনিবার তৃতীয় দিনের শেষে ভারতীয় দলের স্কোর ছিল ৪ উইকেটে ৪৫। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল ১০০ রান। বাংলাদেশের স্পিনাররা ভাল পারফরম্যান্স দেখাচ্ছিলেন। ফলে কিছুটা চাপে ছিল ভারত। চতুর্থ দিন সকালে তৃতীয় দিনের ২ অপরাজিত ব্যাটার অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাটের ক্রিজে টিকে থাকা জরুরি ছিল। কিন্তু শনিবারের ৩ রানের সঙ্গে এদিন আর ১০ রান যোগ করেই ফিরে যান উনাদকাট। দলকে ভারসা দিতে পারেননি ঋষভ পন্থও। এই বাঁ হাতি ব্যাটার মাত্র ৯ রান করেই আউট হয়ে যান। অক্ষর প্যাটেল তৃতীয় দিনের ২৬ রানের সঙ্গে আর ৮ রান করেই আউট হয়ে যান। অক্ষর ও পন্থকে আউট করে দেন মেহিদি হাসান মিরাজ। উনাদকাটকে ফেরান শাকিব আল-হাসান। ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই অবস্থা থেকে অসাধারণ লড়াই করে দলকে জয় এনে দেন অশ্বিন ও শ্রেয়াস।

Latest Videos

৯ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ৪ টেস্ট ম্যাচ খেলবে ২ দল। ১২০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে আপাতত শীর্ষে অস্ট্রেলিয়া। ৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ফলে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই সিরিজ জিততে হবে ভারতকে। দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো খুব একটা কঠিন হবে না বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন-

টেনিস বল ক্রিকেট থেকে ৬০ লাখে হাত ধরলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, কেমন ছিল অবিনাশ সিং মানহাসের রূপকথার সফর?

খারাপ ফর্মের জের, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বাদ পড়তে পারেন কে এল রাহুল

বাংলাদেশ সফরে ব্যর্থতা, টেস্টে বিরাট কোহলির গড় নেমে গেল ৫০-এর নীচে

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury