সংক্ষিপ্ত
টি-২০ বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাটে ভারতীয় দলে রদবদলের কথা শোনা যাচ্ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে।
বাংলাদেশ সফরে বড় রান পেলেন না রোহিত শর্মার বদলে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া কে এল রাহুল। টেস্ট সিরিজে তিনি দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন কে এল রাহুল। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হতে পারে। আঙুলের চোট না সারায় এই সিরিজেও অনিশ্চিত রোহিত। এ প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, '৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। তার আগে নতুন নির্বাচকদের বেছে নেওয়া সম্ভব হবে বলে মনে হয় না। সেই কারণে চেতন শর্মার নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচক কমিটিই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল বেছে নিতে পারে। রোহিত শর্মার আঙুলের চোট শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে সেরে যাবে বলে মনে হচ্ছে না। রোহিত খেলতে না পারলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকবে হার্দিক পান্ডিয়া। কে এল রাহুল আর টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে সুযোগ পাবে বলে মনে হয় না।'
টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল ১০ উইকেটে যাওয়ার পরেই নির্বাচক কমিটি ভেঙে দেয় বিসিসিআই। ৪ নির্বাচককেই বরখাস্ত করা হয়। তবে নতুন নির্বাচকরা দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী নির্বাচক কমিটি দায়িত্বে আছেন। সোমবার থেকে বুধবার পর্যন্ত নতুন নির্বাচক হতে চাওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্যরা। এরপর নতুন দল নির্বাচন কমিটি গঠন করা হবে। তারপর নতুন কমিটি দল বাছাইয়ের কাজ শুরু করবে। ততদিন চেতনরাই নির্বাচক হিসেব দায়িত্ব পালন করবেন।
এ প্রসঙ্গে বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, 'চেতন ও তার সঙ্গীরা এখনও ঘরোয়া ক্রিকেট ম্যাচ দেখছে। ওরা বিজয় হাজারে ট্রফির সব ম্যাচ দেখেছ রঞ্জি ট্রফির প্রথম ২ রাউন্ডের ম্যাচও দেখেছে বিদায়ী নির্বাচকরা। ইডেন গার্ডেন্সে বাংলা-হিমাচল প্রদেশ ম্যাচ দেখতে হাজির ছিল দেবাশিস মোহান্তি। ২৫ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে আছে বিদায়ী নির্বাচকরা। ওদের মেয়াদ ২ মাস বাড়ানো হয়েছে।
ফের নির্বাচক হতে চেয়ে আবেদন করেছেন বিদায়ী নির্বাচন কমিটির চেয়ারম্যান চেতন ও মধ্যাঞ্চলের নির্বাচক হরবিন্দর সিং। ভেঙ্কটেশ প্রসাদ, নয়ন মোঙ্গিয়া, মনীন্দর সিং, অতুল ওয়াসন, নিখিল চোপড়া, অময় খুরেশিয়া, জ্ঞানেন্দ্র পাণ্ডের মতো প্রাক্তন নির্বাচকরা নির্বাচক হওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন-
বিরাট, এবি ডিভিলিয়ার্সের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি, আরসিবি আমার দলই থাকবে, বললেন ক্রিস গেইল
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পড়ে গেলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মহম্মদ সিরাজ
ফের ব্যর্থ বিরাট-রাহুল, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে বিপাকে ভারত