টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রান - ৬ ওভারে ৮২/১, হায়দরাবাদ।
টি-টোয়েন্টিতে ২৬ বলে ৫০ রান পূর্ণ।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ রান - ৭.১ ওভারে ১০২/১।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পার্টনারশিপ - সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব, ১৭৩ রান।
১০ ওভারে ১৫২/১ রান - তৃতীয় দল হিসেবে।
১৪ ওভারে ২০১/২ রান - দ্বিতীয় দল হিসেবে।
১৬.৪ ওভারে ২৫০ রান।
২০ ওভারে ২৯৭/৬ রান - টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান। তবে বিশ্ব রেকর্ড থেকে মাত্র ১৮ রান দূরে থেকে গেল ভারত।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ বাউন্ডারি ৪৭ (ছক্কা + চার)।
টি-টোয়েন্টিতে এই ম্যাচে ভারত মেরেছে ২২টি ছক্কা।