সংক্ষিপ্ত
ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে জয়ের আশায় ছিলেন বাংলাদেশের তারকা তাওহিদ হৃদয়। কিন্তু এই সিরিজে বিধ্বস্ত হল বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেপালের পর দ্বিতীয় দল হিসেবে ৩০০ রান করার নজির গড়তে না পারলেও, নতুন রেকর্ড গড়ল ভারতীয় দল। আইসিসি-র পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান করল ভারতীয় দল। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৯৭ রান করে ভারতীয় দল। এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসি-র কোনও পূর্ণ সদস্য দলের সর্বাধিক রান ছিল ৩ উইকেটে ২৭৮। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই রান করেছিল আফগানিস্তান। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৫ উইকেটে ২৬০ রান করেছিল ভারতীয় দল। এতদিন টি-২০ ম্যাচে এটাই ভারতীয় দলের সর্বাধিক স্কোর ছিল। শনিবার সেই রান টপকে গেল ভারত। এদিন সঞ্জু স্যামসনরা ৬ উইকেটে ২৯৭ রান করলেন। মাত্র ৩ রানের জন্য ৩০০ করতে না পারলেও, নতুন রেকর্ড গড়ল ভারত।
সঞ্জুর বিধ্বংসী ব্যাটিং
এদিন ৪০ বলে শতরান পূর্ণ করেন ভারতের ওপেনার সঞ্জু। তিনি ৪৭ বলে ১১১ রান করেন। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে কোনও ভারতীয় ব্যাটারের এটা দ্বিতীয় দ্রুততম শতরান। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৫ বলে ৭৫ রান করেন। দ্বিতীয় উইকেটে সঞ্জু ও সূর্যকুমার ১৭৩ রান যোগ করেন। এই জুটি ভারতীয় দলকে বড় স্কোরের দিকে নিয়ে যায়। এরপর ১৮ বলে ৪৭ রান করেন হার্দিক পান্ডিয়া। ১৩ বলে ৩৪ রান করেন রিয়ান পরাগ।
বড় ব্যবধানে জয়ের পথে ভারত
বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেতে চলেছে ভারতীয় দল। ব্যাটাররাই জয়ের পথ দেখিয়ে দিয়েছেন। বোলাররা বাকি কাজটা শেষ করে দিচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
৪০ বলে শতরান সঞ্জুর, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারত ২৯৭/৬
২২ গজে ব্যাটারদের 'গ্রেফতার' করেন, তেলঙ্গানা পুলিশে নতুন দায়িত্বে মহম্মদ সিরাজ
ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদান ছিল, প্রথম বিশ্বকাপজয়ী দলকেও সাহায্য করেছিলেন রতন টাটা