বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১০৮ রানে জয়, সিরিজে প্রত্যাবর্তন ভারতের

বাংলাদেশ সফরে পরপর ২টি ম্যাচে হারের পর বুধবার দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটাল ভারতীয় দল। ওডিআই সিরিজ জেতার আশা বাঁচিয়ে রাখল হরমনপ্রীত কউরের দল।

বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৪০ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল। সিরিজে টিকে থাকতে হল বুধবার দ্বিতীয় ম্যাচ জিততেই হত। এই চ্যালেঞ্জে ভালোভাবেই উতরে গেলেন জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কউররা। বাংলাদেশকে বিরাট ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। ১০৮ রানে জয় পেল ভারত। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২২৮ রান করে ভারতীয় দল। জবাবে ৩৫.১ ওভারে ১২০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ এবং ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং একেবারেই ভালো হয়নি। তবে বুধবার বোলিংয়ের পাশাপাশি ভারতের ব্যাটিং বিভাগও ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তার ফলেই সহজ জয় এল। শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। ওডিআই সিরিজ নিজেদের দখলে আনতে হলে সেই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তিনি হয়তো আশা করেছিলেন, মারুফ আখতার, সুলতানা খাতুনরা ভালো বোলিং করে ভারতীয় দলকে অল্প রানে আটকে রাখতে পারবেন। কিন্তু বাংলাদেশ শিবিরের সেই আশা পূরণ হয়নি। ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা করেন ৩৬ রান। অপর ওপেনার প্রিয়া পুনিয়া (৭) অবশ্য বড় স্কোর করতে পারেননি। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা ইয়াস্তিকা ভাটিয়া ১৫ রান করে রান আউট হয়ে যান। অধিনায়ক হরমনপ্রীত করেন ৫২ রান। জেমাইমা করেন ৮৬ রান। হারলিন দেওল করেন ২৫ রান। প্রথম বলেই আউট হয়ে যান দীপ্তি শর্মা (১)। ৩ রান করে অপরাজিত থাকেন আমনজ্যোত কউর। ১ রান করেন স্নেহ রানা। বাংলাদেশের হয়ে ২ উইকেট করে নেন সুলতানা ও নাহিদা আখতার। ১ উইকেট করে নেন মারুফা ও রাবেয়া খান।

Latest Videos

রান তাড়া করতে নেমে বাংলাদেশের মাত্র ৩ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৪৭ রান করেন ফরজানা হক। ২৭ রান করেন ঋতু মণি। ১২ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। ভারতের হয়ে ব্যাটিংয়ের পাশাপাশি অসাধারণ বোলিংও করেন জেমাইমা। তিনি ৩ রান দিয়ে ৪ উইকেট নেন। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন দেবিকা বৈদ্য। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন স্নেহ রানা। ২৭ রান দিয়ে ১ উইকেট নেন মেঘনা সিং।

আরও পড়ুন-

বুধবার রাতেই লাহোরে এশিয়া কাপের সূচি ঘোষণা, ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর

Virat Kohli : গবলেট স্কোয়াটে নজর কাড়লেন বিরাট কোহলি, ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত দ্বিশতরান, সচিন-সেহবাগের রেকর্ড স্পর্শ পাকিস্তানের সৌদ শাকিলের

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul