বুধবার শুরু ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট, অস্ট্রেলিয়া দলে স্কট বোল্যান্ডের পরিবর্তে জশ হ্যাজেলউড

Published : Jul 19, 2023, 01:03 AM ISTUpdated : Jul 19, 2023, 01:10 AM IST
Australia

সংক্ষিপ্ত

এবারের অ্যাশেজের প্রথম ২ ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচ জিতে সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়েছে ইংল্যান্ড। ফলে চতুর্থ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বুধবার শুরু হচ্ছে চলতি অ্যাশেজের চতুর্থ টেস্ট ম্যাচ। তার আগে মঙ্গলবার প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ডের পরিবর্তে প্রথম একাদশে এলেন পেসার জশ হ্যাজেলউড। লিডস টেস্টে খেলেননি বোল্যান্ড। তবে তিনি এজবাস্টন ও লর্ডস টেস্টে খেলেন। এজবাস্টনে ৩ উইকেট এবং লর্ডসে ৫ উইকেট নেন হ্যাজেলউড। এই ২ ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া। তবে লিডসে হেরে যায় অস্ট্রেলিয়া। সেই কারণেই প্রথম একাদশে পরিবর্তন আনার কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘স্কট বোল্যান্ডের বদলে দলে আসছে জশ। আমাদের টপ অর্ডারে কোনও বদল হচ্ছে না। দলে ২ জন অলরাউন্ডারকে কীভাবে জায়গা দেওয়া হবে, সেটা নিয়েই আলোচনা চলছে। এই ম্যাচে স্পিন বোলিং গুরুত্বপূর্ণ হতে চলেছে কি না, সেটা নিয়েও আলোচনা করছি আমরা।’

লিডস টেস্টের ২ ইনিংসেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। ২ ইনিংসেই তাঁকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ার্নারকে সুযোগ দেওয়া হবে কি না, সেটা নিয়ে জল্পনা চলছিল। তবে কামিন্স জানিয়ে দিলেন, চতুর্থ টেস্টে ওপেন করবেন ওয়ার্নারই। এ প্রসঙ্গে কামিন্স বলেছেন, ‘গত সপ্তাহে হেডিংলিতে ডেভির সময়টা ভালো যায়নি। কিন্তু তার আগে ও ভালো ব্যাটিং করছিল। ও ৩ বার ৫০ রানের ওপেনিং পার্টনারশিপের সঙ্গে যুক্ত ছিল। ইংল্যান্ডে এই পার্টনারশিপ বিরল।’

২০১২ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বিশেষজ্ঞ স্পিনার ছাড়া টেস্ট ম্যাচ খেলতে নামেনি অস্ট্রেলিয়া। শেষ যে টেস্ট ম্যাচে স্পিনার না নিয়ে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া, সেটি ছিল ভারতের বিরুদ্ধে। ওয়াকায় ৪ পেসার নিয়ে খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন নাথান লিয়ন। চোট পেয়ে অবশ্য এবারের অ্যাশেজ থেকে ছিটকে গিয়েছেন লিয়ন। লিডসে খেলেন টড মারফি। তিনি অবশ্য লিডসে খুব বেশি বোলিং করার সুযোগ পাননি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পান মারফি।

কামিন্স বলেছেন, ‘আমরা কোনও ম্যাচে মাত্র একজন পেসার নিয়ে খেলেছি, আবার কোনও ম্যাচে একাধিক পেসার নিয়েও খেলেছি। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী দল বেছে নিই আমরা। গত সপ্তাহে টডিকে আরও বোলিং করার সুযোগ দিতে পারলে ভালো লাগত। আশা করি ওকে চতুর্থ ম্যাচে অনেক ওভার বোলিং করার সুযোগ দিতে পারব।’

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত দ্বিশতরান, সচিন-সেহবাগের রেকর্ড স্পর্শ পাকিস্তানের সৌদ শাকিলের

MS Dhoni : ব্যক্তিগত সংগ্রহ না শোরুম! ধোনির বাইক কালেকশন দেখে হতবাক ভেঙ্কটেশ প্রসাদ

ভারতীয় দলের জন্য ভালো খবর, নেটে পুরোদমে বোলিং করছেন জসপ্রীত বুমরা

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে