রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার এলেন মুম্বই রঞ্জি দলে, নেতৃত্বে রাহানে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পরেই বিসিসিআই সিনিয়র খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দেয়।

জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচের জন্য মুম্বাই দলে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ওপেনার যশস্বী জয়সওয়াল। রাহানের নেতৃত্বাধীন দলে রয়েছেন শ্রেয়স আইয়ার, শিবম দুবে, তনুশ কোটtyian, শার্দুল ঠাকুর। এই মাসের ২৩ তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ এ-তে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই। পাঁচ ম্যাচে ২২ পয়েন্ট রয়েছে তাদের। পরবর্তী রাউন্ডে খেলতে হলে আগামী দুটি ম্যাচেই জিততে হবে মুম্বাইকে। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু। ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বরোদা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পরেই বিসিসিআই সিনিয়র খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশনা দেয়। মুম্বাইয়ের অনুশীলন শিবিরে রোহিত ব্যাটিং অনুশীলন করেছিলেন, তবে দলে খেলবেন কিনা তা স্পষ্ট করেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রোহিতকে রঞ্জি ট্রফিতে খেলার বিষয়ে প্রশ্ন করেন। রোহিত জানান, তিনি মুম্বাইয়ের হয়ে খেলবেন। 

Latest Videos

রোহিত বলেন... ''গত ছয়-সাত বছর ধরে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমরা ধারাবাহিকভাবে সিরিজ খেলছি। এর মধ্যে ৪৫ দিনও আমরা পুরোপুরি বাড়িতে থাকিনি। আইপিএল শেষ হলে সময় পাওয়া যায়, তবে সেই সময় কোনও ঘরোয়া টুর্নামেন্ট থাকে না। আমাদের ঘরোয়া মরসুম অক্টোবরে শুরু হয়ে মার্চে শেষ হয়। সব ফরম্যাটে খেলে না এমন খেলোয়াড়দের দলে না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারে।'' 

কেউ ইচ্ছাকৃতভাবে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যায় না বলেও মন্তব্য করেন রোহিত। ''কোনও খেলোয়াড়ই ইচ্ছাকৃতভাবে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাবে বলে মনে করি না। আমার ক্ষেত্রে, ২০১৯ সাল থেকে টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলা শুরু করার পর ঘরোয়া ক্রিকেটে খেলার সময় পাই না। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ম্যাচ খেললে পুনরায় পুরোনো উদ্যমে ফিরে আসার জন্য মাঝে একটু বিরতির প্রয়োজন হয়।  তাই কেউ ঘরোয়া ক্রিকেট না খেলে দূরে সরে থাকে না।'' ২০১৫ সালে রোহিত শেষবার রঞ্জি ট্রফিতে খেলেছিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News