India vs England 3rd Test: কাজে এল না জদেজার অদম্য লড়াই! ইংল্যান্ডের বিরুদ্ধে হারের সম্ভাব্য কারণগুলি কী কী?

Published : Jul 14, 2025, 11:07 PM ISTUpdated : Jul 14, 2025, 11:32 PM IST
Ravindra Jadeja at Lords Ind Vs Eng 3rd test

সংক্ষিপ্ত

India vs England 3rd Test: ইংল্যান্ডের মাটিতে, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে শেষ হল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি। আর সেই ম্যাচেই, ২২ রানে জয় পেল ইংল্যান্ড। 

India vs England 3rd Test: তৃতীয় টেস্টে জয় ইংল্যান্ডের। কার্যত, জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। ইংল্যান্ডের মাটিতে, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে শেষ হল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি। আর সেই ম্যাচেই, ২২ রানে জয় পেল ইংল্যান্ড (india vs england 3rd test live)।

কেন তীরে এসে তরী ডুবল?

ম্যাচের রাশ হাতে নিয়েও হারতে হল টিম ইন্ডিয়াকে। লর্ডসে ২২ রানে পরাজিত হয়ে সিরিজেও ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল শুভমান গিলের দল। কিন্তু ম্যাচের বেশিরভাগ সময়ই কিন্তু ভারত ভালোই খেলেছে। এমনকি, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে আটকে দেয় তারা। শেষদিকে রীতিমতো একা লড়ে গেলেন রবীন্দ্র জাদেজা। তারপরও হারল ভারত (live score ind vs eng)। 

তাহলে কি চাপ সামাল দিতে ব্যর্থ?

পিচে একটু-আধটু বাউন্স ছিল। ফলে, বল অল্প মুভ করছিল। কিন্তু তা মারাত্মক কিছু নয়। তারপরেও একের পর এক উইকেট হারিয়ে ২২ রানে পরাজিত হল ভারত। ওপেনিং জুটি থেকে মিডল অর্ডার, পুরোটাই ব্যর্থ! চাপ নিতেই পারল না গোটা দল। শুভমান গিল থেকে ঋষভ পন্থ, সকলেই এদিন ব্যর্থ। 

 

 

অস্বাভাবিক ব্যাটিং বিপর্যয়

লর্ডসে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৯৩ রান। যে দল প্রথম টেস্টে ৮০০-র উপর রান করেছে এবং দ্বিতীয় টেস্টে ৭০০-র কাছাকাছি রান করেছে, সেই দলই লর্ডসে প্রথম ইনিংসে করেছে ৩৮৭ রান। ঠিকঠাক রান, নেহাৎ কম নয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে এইভাবে যে ভরাডুবি হবে, তথা ভারতীয় দল যে এইরকম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হবে, তা হয়ত কেউই আন্দাজই করতে পারেননি।

কোথাও গিয়ে কি আত্মতুষ্টি কাজ করল?

অধিনায়ক শুভমান গিলকে নিয়ে এই টেস্টের আগেও চর্চা হয়েছে। সেটা অবশ্য ব্যাটিংয়ের জন্য নয়, আগ্রাসী মনোভাবের জন্য। কিন্তু ইংল্যান্ডের মাটিতে নামতে গেলে সেটার কিছুটা দরকারও আছে। তবে সেইজন্য কি মনঃসংযোগ নষ্ট হয়েছে গোটা দলের? স্বাভাবিকভাবেই ব্যাটিং-এ তার অনেকটা প্রভাব পড়েছে। এজবাস্টনে ঐতিহাসিক জয়ের পর কি তাহলে আত্মতুষ্টিতে ভুগছেন ক্রিকেটাররা?

বল বিতর্ক

এই ম্যাচে ১০ ওভারের মধ্যেই দেখা গেছে, বলের আকারের পরিবর্তন হচ্ছে এবং তা কিছুটা পুরনোও হয়ে যাচ্ছে। ফলে, বল একটু পুরনো হলেই সেটা আর চোখে পড়েনি। সাংবাদিক সম্মেলনে হোক বা ম্যাচের মাঝে, এই নিয়েই কিন্তু শুভমানদের বেশি চর্চা করতে দেখা গেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?