India vs England 3rd Test Live: ভারতের জয়ের জন্য চাই ৮১ রান! কিন্তু হাতে মাত্র ২ উইকেট, বিপাকে টিম ইন্ডিয়া?

Published : Jul 14, 2025, 05:52 PM ISTUpdated : Jul 14, 2025, 05:57 PM IST
india vs england 3rd test live

সংক্ষিপ্ত

India vs England 3rd Test Live: জয়ের জন্য ভারতকে করতে হবে এখনও ৮১ রান। আপাতত শুরু হয়েছে শেষদিনের লাঞ্চ ব্রেক। 

India vs England 3rd Test Live: ভারতের জয়ের জন্য চাই ৮১ রান। তবে হাতে বেশি উইকেট নেই। মাত্র ২টি উইকেট রয়েছে তাদের হাতে। শেষদিনের মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়েছে (india vs england 3rd test live)।

ইংল্যান্ডের মাটিতে, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচেই, শেষদিনের মধ্যাহ্নভোজের বিরতি শুরু হয়েছে। যে ম্যাচে জিততে গেলে ভারতকে করতে হবে ৮১ রান। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড 

প্রথমে ব্যাট করে তারা ৩৮৭ রান তুলতে সক্ষম হয়। ওপেনার জ্যাক ক্রলে করেন ১৮ রান, বেন ডাকেটের ঝুলিতে ২৩, অলি পোপের সংগ্রহে ৪৪ রান এবং বেন স্টোকসও ৪৪ রান করেন। তবে দুরন্ত লড়াই করেন জো রুট। খেলেন ১০৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। সেইসঙ্গে, জেমিয়ে স্মিথের ঝুলিতে ৫১ রান এবং ব্রাইডন কার্স করেন ৫৬ রান (test ind vs eng)।

অন্যদিকে, ভারতের হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরা। ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি। এছাড়া ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র ১৩ রানে ফিরে গেলেও ভারতের হয়ে হাল ধরেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। রাহুল দুরন্ত শতরান উপহার দেন, তাঁর সংগ্রহে ১০০ রান এবং পন্থের ঝুলিতে গুরুত্বপূর্ণ ৭৪ রান। হাতে চোট নিয়েই বেশ ভালো খেললেন এই উইকেটকিপার-ব্যাটার।

এছাড়া রবীন্দ্র জাদেজাও বেশ ভালো খেলেন, করেন ৭২ রান 

নীতিশ কুমার রেড্ডির সংগ্রহে ৩০ রান। প্রথম ইনিংসে ভারতও তোলে ৩৮৭ রান। অর্থাৎ সমান-সমান। ব্রিটিশদের হয়ে ৩টি উইকেট নেন ক্রিস ওকস, ২টি করে উইকেট পান জোফ্রা আর্চার এবং বেন স্টোকস। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স ও শোয়েব বসির। 

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেনার জ্যাক ক্রলে করেন ২২ রান এবং বেন ডাকেটের ঝুলিতে মাত্র ১২ রান। অলি পোপের সংগ্রহে ৪ রান, জো রুট করেন ৪০, হ্যারি ব্রুকের ঝুলিতে ২৩, অধিনায়ক বেন স্টোকস করেন ৩৩ রান এবং ক্রিস ওকস ১০ রান যোগ করেন স্কোরবোর্ডে। বলা চলে, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ পুরোপুরি ব্যর্থ! 

ভারতের হয়ে ৪ উইকেট নেনে ওয়াশিংটন সুন্দর। অপরদিকে ২টি করে উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি এবং আকাশদীপ। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, আপাতত ভারতের স্কোর ৮ উইকেট হারিয়ে ১১২ রান

ওপেনার যশস্বী জয়সওয়াল মাত্র খালি হাতে প্যভিলিয়নে ফিরে গেছেন। কেএল রাহুল করেন ৩৯ রান, করুণ নায়ারের ঝুলিতে ১৪ রান, অধিনায়ক শুভমান গিল করেন ৬ এবং আকাশদীপ ১ রান যোগ করেছেন স্কোরবোর্ডে। বলা চলে, বেশ বিপদের মুখে ভারত। ক্রিজে আপাতত জাদেজা ১৭ রানে অপরাজিত আছেন। ভারতের জয়ের জন্য দরকার এখনও ৮১ রান। কিন্তু হাতে রয়েছে মাত্র ২টি উইকেট। চলছে লাঞ্চ বিরতি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে সুপারস্টার হয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা
Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ বয়কটের ডাক দিলেন ক্রিকেটাররা! টস করতে এলেন শুধু রেফারি