James Anderson: প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট অ্যান্ডারসনের

Published : Mar 09, 2024, 10:40 AM ISTUpdated : Mar 09, 2024, 11:07 AM IST
James Anderson Jasprit Bumrah

সংক্ষিপ্ত

ধরমশালা টেস্ট ম্যাচে হারের মুখে ইংল্যান্ড। তবে এই ম্যাচেই অনন্য নজির গড়লেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন।

প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়লেন ইংল্যান্ডের তারকা জেমস অ্যান্ডারসন। শনিবার ধরমশালা টেস্ট ম্যাচের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করেই নতুন রেকর্ড গড়েন অ্যান্ডারসন। এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ৩ জন বোলার ৭০০ বা তার বেশি উইকেট নিতে সক্ষম হয়েছেন। ৮০০ উইকেট নিয়ে সবার আগে শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার মুথাইয়া মুরলীধরন। অস্ট্রেলিয়ার প্রয়াত লেগস্পিনার শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। তাঁকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে অ্যান্ডারসনের সামনে। এই পেসারের এখন বয়স ৪১ বছর। তিনি কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। তবে এখনও ফিটনেস ধরে রেখেছেন এই পেসার। ফলে তিনি আরও কিছুদিন খেলবেন বলে আশা করা যায়।

সচিন তেন্ডুলকরের অভিনন্দনবার্তা

প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার পর সচিন তেন্ডুলকরের শুভেচ্ছাবার্তা পেয়েছেন অ্যান্ডারসন। সোশ্যাল মিডিয়া পোস্টে সচিন লিখেছেন, ‘২০০২ সালে আমি অস্ট্রেলিয়ায় প্রথমবার অ্যান্ডারসনকে খেলতে দেখি। বলের উপর ওর নিয়ন্ত্রণ অসাধারণ বলে মনে হয়েছিল। সেই সময় ওর সম্পর্কে খুব আশাবাদী ছিল নাসির হুসেন। আমি নিশ্চিত, ও এখন বলবে, আমি বলেছিলাম। ও অনেক আগেই অ্যান্ডারসনকে বিশেষ উচ্চতায় রেখেছিল। ৭০০ টেস্ট উইকেট অসাধারণ অর্জন। একজন ফাস্ট বোলার ২২ বছর ধরে খেলছে এবং ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে ৭০০ উইকেট নিতে সক্ষম হল। অ্যান্ডারসন এটা করে দেখানোর আগে পর্যন্ত এ কথা শুনলে কল্পনা মনে হত। ও চমকপ্রদ সাফল্য পেয়েছে।’

 

 

২ দশক ধরে টেস্ট ক্রিকেট খেলছেন অ্যান্ডারসন

২০০৩ সালের ২২ মে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় অ্যান্ডারসনের। ২০১৫ সাল থেকে শুধু টেস্ট ক্রিকেটই খেলছেন এই পেসার। এটাই হয়তো তাঁর শেষ ভারত সফর। সিরিজের শেষ টেস্ট ম্যাচে রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: প্রথম ইনিংসে ভারতের লিড ২৫৯, তৃতীয় দিনেই শেষ হবে ধরমশালা টেস্ট?

Virat Kohli: 'দীর্ঘদিন ধরে খেলতে হলে বিরাটের মতো ফিটনেস বজায় রাখতেই হবে,' মত ডু প্লেসির

Devdutt Padikkal: লম্বা রেসের ঘোড়া, প্রথম টেস্ট ইনিংসেই বোঝালেন দেবদত্ত পাড়িক্কল

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে