India Vs England: 'বাজবল, বাত্তি গুল,' ইংল্যান্ডকে কটাক্ষ সেহবাগের

Published : Mar 09, 2024, 04:51 PM ISTUpdated : Mar 09, 2024, 05:23 PM IST
Virender Sehwag)

সংক্ষিপ্ত

ভারতীয় দলের প্রাক্তন বিস্ফোরক ব্যাটার বীরেন্দ্র সেহবাগ মজার চরিত্র। তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মজাদার পোস্ট করেন। ধরমশালা টেস্ট ম্যাচের পরেও সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেহবাগ।

ধরমশালা টেস্ট ম্যাচে ভারতীয় দলের জয়ের পর সোশ্যাল মিডিয়া পোস্টে ইংল্যান্ডকে কটাক্ষ করলেন বীরেন্দ্র সেহবাগ। তিনি লিখেছেন, ‘বাজবল, বাত্তি গুল। পাগলামির জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি দরকার। ভারতীয় দলের সঙ্গে লড়াই করার মতো পারফরম্যান্স দেখাতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় টেস্ট ম্যাচের পর থেকে ওদের দেখে মনে হয়েছে কী করবে বুঝতে পারছে না। অধিনায়ক একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এর ফলে ইংল্যান্ডের সমস্যা বেড়েছে। ওদের দেখে মনে হয়েছে কল্পনার রাজ্যে বাস করছে। সাফল্য পেতে হলে পাগলামির জন্য একটি পদ্ধতি দরকার। সেরকম কিছু করতে পারেনি ইংল্যান্ড।’

বাজবল নিয়ে ইংল্যান্ডের দর্পচূর্ণ

ভারতের মাটিতে এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে থাকতেই বাজবল নিয়ে অনেক বড় বড় কথা বলছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা। হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড অল্প রানে জয় পাওয়ার পর লম্ফঝম্ফ বেড়ে গিয়েছিল। যদিও বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। এরপর রাজকোট ও রাঁচি টেস্ট ম্যাচ জিতে সিরিজ দখল করেন রোহিত শর্মা, শুবমান গিলরা। ধরমশালায় সিরিজের শেষ ম্যাচে ইনিংসে জয় পেল ভারত। ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারত। এরপরেই ইংল্যান্ডকে কটাক্ষ করেছেন সেহবাগ।

 

 

ব্যর্থতা স্বীকার বেন স্টোকসের

ধরমশালা টেস্ট ম্যাচে হারের পর ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস স্বীকার করেছেন, তাঁদের সব বিভাগেই টেক্কা দিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘প্রথম টেস্ট ম্যাচের পর থেকেই আমাদের চেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। সে কথা আমাদের স্বীকার করতেই হবে। এরপর আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। আমাদের ইতিবাচক ভাবনা দরকার। সেই ভাবনা নিয়েই আমি এগিয়ে যেতে চাইছি এবং দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এমন কিছু ছোট ছোট মুহূর্ত ছিল যেগুলি কাজে লাগাতে পারলে আমরা হয়তো লড়াইয়ে থাকতাম। কিন্তু সেই মুহূর্তগুলি কাজে লাগাতে পারিনি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: ধরমশালা টেস্টে ইনিংস ও ৬৪ রানে জয় ভারতের, সিরিজ ৪-১

India Vs England: বেয়ারস্টোর সঙ্গে বাদানুবাদ শুবমানের, যোগ ধ্রুব-সরফরাজের, ভাইরাল ভিডিও

BCCI: ম্যাচ প্রতি ৪৫ লক্ষ টাকা, টেস্ট দলের সদস্যদের জন্য ইনসেনটিভ ঘোষণা বিসিসিআই-এর

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে