Dhruv Jurel: 'শতরান হারিয়ে আফশোস নেই, সিরিজ জেতাই স্বপ্ন,' জানালেন ধ্রুব জুরেল

Published : Feb 25, 2024, 07:38 PM ISTUpdated : Feb 25, 2024, 08:19 PM IST
Dhruv Jurel

সংক্ষিপ্ত

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি।

রাজকোট টেস্টে একসঙ্গে অভিষেক হয় সরফরাজ খান ও ধ্রুব জুরেলের। ২ ইনিংসেই অর্ধশতরান করে প্রচারের আলোয় চলে আসেন সরফরাজ। তাঁর আড়ালে থেকে যান ধ্রুব। তবে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়ে নিলেন এই উইকেটকিপার-ব্যাটার। রবিবার ভারতের প্রথম ইনিংসে ১৪৯ বলে ৯০ রান করে টম হার্টলির বলে বোল্ড হয়ে যান ধ্রুব। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি। অল্পের জন্য টেস্টে প্রথম শতরান হারিয়েছেন ধ্রুব। তবে তাতে তাঁর আফশোস নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জেতাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন ধ্রুব।

সিরিজ জেতার স্বপ্ন দেখছেন ধ্রুব

রাঁচি টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে ধ্রুব বলেছেন, 'এই সিরিজেই আমার টেস্টে অভিষেক হয়েছে। ফলে আমার উপর চাপ আছে। দল আমার কাছ থেকে কী চাইছিল, ব্যাটিংয়ের সময় সে কথাই ভাবছিলাম। কুলদীপের (যাদব) সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমরা দু'জনেই উত্তরপ্রদেশের। আমরা ব্যাটিংয়ের সময় নিজেদের মধ্যে অনবরত কথা বলছিলাম। রাঁচিতে শতরান করতে না পারায় আমার কোনও আফশোস নেই। সিরিজ জয়ের পর নিজের হাতে ট্রফি তুলে নেওয়াই আমার একমাত্র স্বপ্ন। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল।'

সুনীল গাভাসকরের প্রশংসায় আপ্লুত ধ্রুব

রবিবার ধ্রুবর প্রশংসা করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, আর একজন মহেন্দ্র সিং ধোনিকে পেয়ে গিয়েছে ভারতীয় দল। এই প্রশংসা পেয়ে আপ্লুত ধ্রুব বলেছেন, 'সুনীল গাভাসকরের কাছ থেকে প্রশংসা পাওয়ায় আমি উৎসাহিত হয়ে উঠেছি। উনি ক্রিকেটের কিংবদন্তি। ভারতীয় দলের পরিবশ খুব ভালো। দলের সবাই আমাকে উইকেটে যত বেশি সময় সম্ভব কাটাতে বলেছেন।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ravichandran Ashwin: রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট, কুম্বলের নজির স্পর্শ অশ্বিনের

Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগ সার্কাস, কটাক্ষ জাতীয় দলের প্রধান কোচের

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার