বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের যতই গর্ব থাকুক না কেন, বাংলাদেশের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচই এই টি-২০ লিগ নিয়ে ব্যঙ্গ করলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেভাবে চলছে, তাতে একেবারেই খুশি নন বাংলাদেশের সিনিয়র পুরুষ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরাসিংঘ। তিনি এই টি-২০ লিগ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা ভালো মানের টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে পারছি না। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু আমার কথা সত্যি। আমি যখন বিপিএল দেখি, তখন মাঝেমধ্যে টেলিভিশন সেট বন্ধ করে দিই। এই লিগে যারা খেলছে তাদের মধ্যে কয়েকজন খেলোয়াড়ের যোগ্যতাই নেই। যেভাবে এই টি-২০ লিগ চলছে, তাতে আমি একেবারেই খুশি হতে পারছি না।’
বিপিএল নিয়ে অসন্তুষ্ট হাথুরাসিংঘ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে হাথুরাসিংঘ আরও বলেছেন, ‘আইসিসি-র ব্যবস্থা নেওয়া উচিত। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের ব্যাপারে কিছু বিধিনিষেধ থাকা উচিত। একজন খেলোয়াড় একটি টুর্নামেন্টে খেলছে, তারপর সে আবার অন্য টুর্নামেন্টে খেলছে। এসব সার্কাসের মতো ব্যাপার। খেলোয়াড়রা সুয়োগ পাওয়ার কথা বলতে পারে। কিন্তু এসব একেবারেই ঠিক নয়। এরকমভাবে চললে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলবেন। আমিই আগ্রহ হারিয়ে ফেলেছি।’
অন্য টুর্নামেন্ট চালু করার প্রস্তাব হাথুরাসিংঘের
হাথুরাসিংঘ বলেছেন, 'আমাদের অন্য একটি টুর্নামেন্ট চালু করা দরকার। এমন টুর্নামেন্ট যার মাধ্যমে আমাদের খেলোয়াড়রা ব্যাটিং করতে পারবে, বোলাররা ডেথ ওভারে বোলিং করতে পারবে। না হলে আমরা কোথায় এসব শিখতে পারব? আমাদের দেশে মাত্র একটি টুর্নামেন্টই হয়। আমার প্রস্তাব হল, বিপিএল-এর আগে আরও একটি টুর্নামেন্ট হোক। ফ্র্যাঞ্চাইজিগুলির যা ইচ্ছা হয় ওরা করুক। কয়েকজন সেরা খেলোয়াড় বিপিএল-এ খেলছে না। তাহলে বাংলাদেশ কীভাবে অন্য দলগুলির সঙ্গে পাল্লা দেবে? আমি অসম লড়াই লড়ছি। এভাবে চললে আমাদের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব নয়।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Dhruv Jurel: অর্ধশতরানের পর কেন 'স্যালুট সেলিব্রেশন' ধ্রুব জুরেলের?