সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার হাতছানি, ব্যর্থতা কাটিয়ে কটকে রান পাবেন রোহিত শর্মা?

Published : Feb 08, 2025, 03:16 PM IST

বেশ কিছুদিন ধরেই বড় রান পাচ্ছেন না ওডিআই, টেস্টে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও ব্যর্থ হয়েছেন এই তারকা ব্যাটার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর ফর্ম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

PREV
110
আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডের অন্ত নেই, রবিবার কি একটি রেকর্ড ভেঙে দেবেন রোহিত শর্মা?

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে সচিন তেন্ডুলকর। রবিবার কটকের বারাবটি স্টেডিয়ামে তাঁর সেই রেকর্ড কি ভেঙে দেবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা?

210
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে কি বড় রান পাবেন রোহিত শর্মা?

নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৭ বল খেলে ২ রান করেই আউট হয়ে যান রোহিত শর্মা। রবিবার কটকে দ্বিতীয় ওডিআই ম্যাচে কি তিনি ফর্মে ফিরতে পারবেন?

310
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে আর ৫১ রান করতে পারলেই সচিনকে ছাপিয়ে যাবেন রোহিত

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করার রেকর্ড গড়তে হলে রোহিত শর্মাকে আর ৫১ রান করতে হবে। রবিবারই কি সেই নজির গড়তে পারবেন রোহিত?

410
সচিন তেন্ডুলকরের চেয়ে কম ম্যাচ খেলেই তাঁর রেকর্ড টপকে যাওয়ার পথে রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ৩৪৬ ম্যাচ খেলে ১৫৩৩৫ রান করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর গড় ৪৮.০৭। রোহিত এখনও পর্যন্ত ওপেনার হিসেবে ৩৪২ ম্যাচ খেলে ১৫২৮৫ রান করেছেন। ভারতের অধিনায়কের গড় ৪৫.২২।

510
ভারতের ওপেনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বীরেন্দ্র সেহওয়াগের

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের ওপেনার হিসেবে সর্বাধিক ১৬১১৯ রান করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। তিনি ৩৩২ ম্যাচ খেলে এই রান করেছেন।

610
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফর্মে ফিরতে মরিয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে রান পাননি রোহিত শর্মা। এবার দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও রান না পেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের অধিনায়কের উপর চাপ বাড়বে। এই কারণে তিনি ফর্মে ফিরতে মরিয়া।

710
ওডিআই ফর্ম্যাটে রোহিত শর্মার যা রেকর্ড, তাতে তিনিই ভারতীয় দলের অন্যতম ভরসা

ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১৭৯ ম্যাচ খেলে ৫৫.২৩ গড়ে ৮৮৩৮ রান করেছেন রোহিত শর্মা। ফলে তিনি ফর্মে থাকলে ভারতীয় দলের চিন্তা নেই।

810
ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে রোহিত শর্মা

আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে তৃতীয় এবং সবমিলিয়ে অষ্টম স্থানে আছেন রোহিত শর্মা।

910
১৯ ফেব্রুয়ারি শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছেন না রোহিত শর্মা। মাত্র দুই ম্যাচেই তাঁকে ফর্মে ফিরতে হবে।

1010
রঞ্জি ট্রফির ম্যাচেও রান না পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন রোহিত শর্মা

রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই ম্যাচেও তিনি বড় রান পাননি। এই কারণে চাপ বেড়েছে।

click me!

Recommended Stories