তিলক ভার্মার অপরাজিত ৭২, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফের জয় ভারতের

Published : Jan 25, 2025, 10:52 PM ISTUpdated : Jan 26, 2025, 12:46 AM IST
Tilak Varma

সংক্ষিপ্ত

ইডেনব গার্ডন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পায় ভারতীয় দল। তবে শনিবার চিপকে দ্বিতীয় ম্যাচে টানটান লড়াই দেখা গেল।

ইডেনের পর চিপক, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারতীয় দল। শনিবার চিপকে অবশ্য লড়াই করে জয় পেতে হল ভারতীয় দলকে। এই ম্যাচে ২ উইকেটে জয় পেল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। চিপকে ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫৫ বল খেলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিলক। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার-বাউন্ডারি। ভারতীয় দলের অন্য কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল ভারতীয় দল। আগামী মঙ্গলবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। সেই ম্যাচ জিততে পারলেই টি-২০ সিরিজ দখল করবে ভারতীয় দল।

তিলকের দাপটে জয় ভারতের

ইডেনের মতোই চিপকেও টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে ইংল্যান্ড। সর্বাধিক ৪৫ রান করেন অধিনায়ক জয় বাটলার। ১৭ বলে ৩১ রান করেন ব্রাইডন কার্স। ভারতীয় দলের হয়ে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৪০ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। ৬ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ৯ রান দিয়ে ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ১২ রান দিয়ে ১ উইকেট নেন অভিষেক শর্মা।

বোলিং-ব্যাটিংয়ে দাপট ওয়াশিংটনের

এদিন ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। ওপেনার সঞ্জু স্যামসন (৫), অভিষেক (১২) দ্রুত আউট হয়ে যান। সূর্যকুমারও (১২) বিশেষ লড়াই করতে পারেননি। ধ্রুব জুরেল (৪), হার্দিক (৭), অক্ষর (২), আর্শদীপরা (৬) বড় রান পাননি। ১৯ বলে ২৬ রান করেন ওয়াশিংটন। ৯ রান করে অপরাজিত থাকেন রবি বিষ্ণোই। ইংল্যান্ডের হয়ে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ব্রাইডন। ১ উইকেট করে নেন জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রশিদ, জেমি ওভারটন ও লিয়াম লিভিংস্টোন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে কেন খেললেন না মহম্মদ শামি?

দুই দশকের দাম্পত্য জীবনে ইতি টানছেন? বীরেন্দ্র সেহওয়াগের বিবাহ বিচ্ছেদের জল্পনা

১৬ বছরের অঙ্কিতকে দেখেও অনুপ্রাণিত হতে পারলেন না সিনিয়ররা, রঞ্জি ট্রফিতে লজ্জার হার বাংলার

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা