IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঝড়! ব্যাটিং তাণ্ডবে মাত্র ৩৭ বলেই শতরান

Published : Feb 02, 2025, 08:28 PM ISTUpdated : Feb 02, 2025, 08:44 PM IST
 Abhishek Sharma

সংক্ষিপ্ত

যেন একেবারে দুর্দান্ত একটি শতরান। 

মাত্র ৩৭ বলে দুরন্ত শতরান। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচ খেলতে নেমেই ব্যাটে ঝড় তুললেন তিনি। মাত্র একটুর জন্য রক্ষা পেল রোহিত শর্মার রেকর্ড।

কারণ, ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। টি-২০ ক্রিকেটে এটি অভিষেকের দ্বিতীয় শতরান। এর আগে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

উল্লেখ্য, চলতি সিরিজ়ের প্রথম ম্যাচে ইডেনে ৭৭ রান করেছিলেন অভিষেক। কিন্তু পরের তিনটি ম্যাচে আবার রান পাননি তিনি। কিন্তু এদিন ওয়াংখেড়েতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। পেসারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে থাকেন তিনি।

একের পর এক বড় শট মারতে থাকেন। মাত্র ১৭ বলে ৫০ রান করেন অভিষেক। তবে অর্ধশতরানের পরেও থেমে যাননি অভিষেক। পাওয়ার প্লে চলাকালীন যেমন খেলছিলেন, ঠিক তেমনই ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার পরেও একইভাবে খেলতে থাকেন। ওয়াংখেড়ের মাঠ এমনিতে আবার ছোট। আর সেটিকে পুরোপুরি কাজে লাগানে এই বাঁহাতি ওপেনার।

একটা সময় মনে হচ্ছিল যে, রোহিতের রেকর্ড ভেঙে যাবে। কিন্তু তা হয়নি। ফলে, শতরান করতে দুটি বল দেরি হয় তাঁর। শেষ পর্যন্ত ৩৭ বলে সেঞ্চুরি করেন অভিষেক। শতরানের পথে ৫টি চার এবং ১০টি ছক্কা মারেন তিনি।

মাত্র ৩৭ বলে দুরন্ত শতরান করেন তিনি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচ খেলতে নেমেই ব্যাটে ঝড় দেখালেন তিনি। বলা চলে, ব্যাটিং তাণ্ডব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার