IND vs ENG: লড়াইতে ফিরল ব্রিটিশরা, তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে ২৬ রানে জয়

কিছুটা হলেও লড়াইতে ফিরে এল ইংল্যান্ড ক্রিকেট দল। 

রাজকোটে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি-২০ ম্যাচে জয় পেল ব্রিটিশরা। মঙ্গলবার, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়ে ইংল্যান্ড। ওপেনার ফিলিপ সল্ট ফিরে যান মাত্র ৫ রানে। কিন্তু ডাকেট লড়াকু ইনিংস খেলেন। তাঁর সংগ্রহে ৫১ রান। 

অন্যদিকে, অধিনায়ক জস বাটলার করেন ২৪ রানে এবং হ্যারি ব্রুকের ঝুলিতে মাত্র ৮ রান। অপরদিকে লিভিংস্টোনের সংগ্রহে ৪৩ রান। তবে এদিন টেল এন্ডাররা খুব একটা বেশি সুবিধা করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ব্রিটিশরা। 

Latest Videos

 তবে এই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন বরুণ চক্রবর্তী। তাঁর ঝুলিতে ৫ উইকেট। ওদিকে হার্দিক পান্ডিয়া নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান রবি বিষ্ণয় এবং অক্ষর প্যাটেল। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন ফিরে যান মাত্র ৩ রানে। ওদিকে অভিষেক শর্মা করেন ২৪, অধিনায়ক সূর্যকুমার যাদবের ঝুলিতে ১৪ এবং তিলক ভার্মা করেন ১৮ রান। 

তবে হার্দিক অনেকটা লড়াই দেন, করেন ৪০ রান। ওদিকে অক্ষরের সংগ্রহে ১৫ রান। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, রানের গতি কিছুটা কমে যায় ভারতের। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে তুলতে সক্ষম হয় তারা। 

ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন জেমি ওভারটন। অন্যদিকে, ২টি করে উইকেট পান জোফ্রে আর্চার এবং ব্রাইডন। একটি করে উইকেট পান মার্ক উড এবং আদিল রশিদ। ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ২৬ রানে এব্বং ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

গীতায় হাত রেখে নিলেন শপথ, প্রথম হিন্দু FBI ডিরেক্টর হলেন কাশ প্যাটেল | Kash Patel FBI |
Baruipur News Today: মানুষের জীবন কি এতোই সস্তা? নোংরার পাশে পড়ে অসহায় রোগী, দেখেও চুপ হাসপাতাল
রাতের অন্ধকারে তাণ্ডব! আবাসনের সামনেই গ্যাংস্টার রাজেশ সিংকে নিশানা, আতঙ্কে Howrah-র Liluah
IND vs PAK Champions Trophy 2025 : রাত পোহালেই ভারত-পাক ম্যাচ, কারা এগিয়ে থেকে মাঠে নামছে?
চম্পাহাটির ভোটার তালিকায় শয়ে শয়ে ভূতুড়ে ভোটার! | Baruipur | Voter List | BJP | TMC | CPIM