IND vs ENG: লড়াইতে ফিরল ব্রিটিশরা, তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে ২৬ রানে জয়

Published : Jan 28, 2025, 10:57 PM ISTUpdated : Jan 29, 2025, 12:08 AM IST
INDIA VS ENGLAND

সংক্ষিপ্ত

কিছুটা হলেও লড়াইতে ফিরে এল ইংল্যান্ড ক্রিকেট দল। 

রাজকোটে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি-২০ ম্যাচে জয় পেল ব্রিটিশরা। মঙ্গলবার, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়ে ইংল্যান্ড। ওপেনার ফিলিপ সল্ট ফিরে যান মাত্র ৫ রানে। কিন্তু ডাকেট লড়াকু ইনিংস খেলেন। তাঁর সংগ্রহে ৫১ রান। 

অন্যদিকে, অধিনায়ক জস বাটলার করেন ২৪ রানে এবং হ্যারি ব্রুকের ঝুলিতে মাত্র ৮ রান। অপরদিকে লিভিংস্টোনের সংগ্রহে ৪৩ রান। তবে এদিন টেল এন্ডাররা খুব একটা বেশি সুবিধা করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ব্রিটিশরা। 

 তবে এই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন বরুণ চক্রবর্তী। তাঁর ঝুলিতে ৫ উইকেট। ওদিকে হার্দিক পান্ডিয়া নেন ২টি উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান রবি বিষ্ণয় এবং অক্ষর প্যাটেল। 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন ফিরে যান মাত্র ৩ রানে। ওদিকে অভিষেক শর্মা করেন ২৪, অধিনায়ক সূর্যকুমার যাদবের ঝুলিতে ১৪ এবং তিলক ভার্মা করেন ১৮ রান। 

তবে হার্দিক অনেকটা লড়াই দেন, করেন ৪০ রান। ওদিকে অক্ষরের সংগ্রহে ১৫ রান। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, রানের গতি কিছুটা কমে যায় ভারতের। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে তুলতে সক্ষম হয় তারা। 

ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন জেমি ওভারটন। অন্যদিকে, ২টি করে উইকেট পান জোফ্রে আর্চার এবং ব্রাইডন। একটি করে উইকেট পান মার্ক উড এবং আদিল রশিদ। ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ২৬ রানে এব্বং ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে