IND vs ENG: ইডেনে ঝড় তুললেন অভিষেক শর্মা, ব্রিটিশদের হারিয়ে সহজ জয় ভারতের

ইডেনে সহজ জয় ভারতের। 

ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ইডেনে জয় তুলে নিল ভারতীয় ক্রিকেট দল। 

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ইংল্যান্ড। ওপেনার সল্ট ফিরে যান শূন্য রানে। তবে অধিনায়ক জস বাটলার বেশ খানিকটা লড়াই করেন। তাঁর সংগ্রহে ৬৮ রান। অন্যদিকে, হ্যারি ব্রুক করেন ১৭ রান। লিভিংস্টোন তো খাতাই খুলতে পারেননি। এদিকে জেকব বেথেল করেন ৭ রান। কিন্তু জোফ্রে আর্চারের সংগ্রহে ১২ রান। 

Latest Videos

ব্রিটিশরা শেষ হয়ে যায় মাত্র ১৩২ রানে। বল হাতে কার্যত দাপট দেখান বরুণ চক্রবর্তী। এমনিতেও কেকেআর-এর হয়ে খেলার সুবাদে তাঁর এই মাঠ ভীষণভাবেই চেনা। তিনি নেন ৩টি উইকেট। অপরদিকে ২টি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। 

আর ব্যাট হাতে নেমে এদিন যেন ঝড় তোলেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন মাত্র ২৬ রানে ফিরে এলেও হাল ধরেন অভিষেক। তিনি করেন ৭৯ রান। তবে অধিনায়ক সূর্যকুমার হতাশ করেন, ঝুলিতে শূন্য রান। মাত্র ১২.৫ ওভারেই, ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয় ভারত। 

তিলক ভার্মা ১৯ রানে এবং হার্দিক ৩ রানে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন। ভারত জয়ী ৭ উইকেটে এবং ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী। 

 

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী