IND vs ENG: সিরিজের প্রথম টি-২০ ম্যাচ, কলকাতায় এসে পৌঁছলেন গম্ভীররা

Published : Jan 19, 2025, 10:57 AM ISTUpdated : Jan 19, 2025, 11:47 AM IST
Indian Cricket Team

সংক্ষিপ্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুরুত্বপূর্ণ টি-২০ সিরিজ়।

বুধবার, কলকাতায় সিরিজের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচের আগে শনিবার, দুই দলের ক্রিকেটাররাই চলে এলেন শহরে। ভাগ ভাগ করে কলকাতায় এসে পৌঁছলেন ভারতীয় ক্রিকেটাররা।

সবার আগে কলকাতায় এসে পৌঁছেছেন ব্রিটিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় টি-২০ লিগ খেলছিলেন তিনি। সেখান থেকে সরাসরি শহরে এসে পৌঁছন তিনি। আর তারপর সন্ধ্যায়, জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের বাকি দল শহরে এসে গেছে। ভারতে আসার আগে অবশ্য দুবাইতে প্রস্তুতি সারছিল ইংল্যান্ড।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সকলের আগে আসেন রিঙ্কু সিং, অভিষেক শর্মা এবং নীতীশ কুমার রেড্ডি। বিকেল ৪.৩০ নাগাদ কলকাতায় পা রাখেন তারা। পরে সন্ধ্যায়, অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে তিলক বর্মা শহরে আসেন। তারপরেই দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটার কলকাতায় এসে পৌঁছন। তবে পেসার মহম্মদ শামি এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার শনিবার মধ্যরাতে কলকাতায় আসার কথা ছিল।

বুধবার ম্যাচের আগে দুই দলই ইডেন গার্ডেন্সে অনুশীলন করবে। রবিবার দুপুরে অনুশীলন করার কথা ছিল ইংল্যান্ডের। তবে সেই অনুশীলন বাতিল করা হয়েছে। কিন্তু সন্ধ্যায় ভারতীয় দলের অনুশীলনের কথা। এদিকে ইডেন ম্যাচের জন্য টিকিট বিক্রির চাহিদা একেবারে তুঙ্গে। দর্শকদের উন্মাদনাও দেখার মতো।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “উৎসবের মরশুম শেষে এটাই ক্রিকেট উপভোগ করার সেরা সময়। টিকিটের জন্য উন্মাদনা দেখার মতো। হাইকোর্ট পর্যন্ত টিকিটের লম্বা লাইন পৌঁছে গেছিল। আশা করছি, বুধবার মাঠ ভর্তি থাকবে।”

এদিকে বুধবার খেলা শেষে কলকাতা থেকে চেন্নাই উড়ে যাবে দুই দল। সেখানে আগামী শনিবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?