বিজয় হাজারে ট্রফি জিতল কর্ণাটক, তবে কিছুটা হতাশ হলেন করুণ নায়ার

চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার পর প্রথমবার মাঠে নেমে অধিনায়ক কারুণ নায়ার ২৭ রান করে আউট হওয়ায় বিদর্ভ ৩৬ রানে হেরে যায়।

বিজয় হাজারে ট্রফি একদিনের টুর্নামেন্টে কর্ণাটক চ্যাম্পিয়ন। ফাইনালে বিদর্ভকে ৩৬ রানে হারিয়ে কর্ণাটক শিরোপা জিতেছে। বিজয় হাজারেতে কর্ণাটকের এটি পঞ্চম শিরোপা। প্রথমে ব্যাট করে কর্ণাটক বিদর্ভের সামনে ৩৪৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার পর প্রথমবার মাঠে নেমে অধিনায়ক কারুণ নায়ার ২৭ রান করে আউট হওয়ায় বিদর্ভ ৩৬ রানে হেরে যায়। স্কোর কর্ণাটক ৫০ ওভারে ৩৪৮-৬, বিদর্ভ ৪৮.২ ওভারে ৩১২ রানে অলআউট।

৩৪৯ রানের বিশাল জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বিদর্ভের হয়ে ওপেনার ধ্রুব শোরে সেঞ্চুরি (১১১ বলে ১১০) করলেও সেমিফাইনালে সেঞ্চুরি করা যশ রাঠোড় (২৩), মালায়ালাম তারকা দেবদত্ত পাদিক্কাল (৮), অধিনায়ক কারুণ নায়ার (২৭), জিতেশ শর্মা (৩৪) বড় স্কোর করতে না পারায় বিদর্ভ পিছিয়ে পড়ে। ৩১ বলে ২৭ রান করা কারুণ নায়ারকে প্রসিদ্ধ কৃষ্ণ ক্লিন বোল্ড করেন। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো কারুণ আউট হন। হার নিশ্চিত হওয়ার পর মিডল অর্ডারে হর্ষ দুবে (৩০ বলে ৬৩) একক লড়াই চালিয়ে বিদর্ভকে আশা দেখালেও সঙ্গী না পাওয়ায় তা ব্যর্থ হয়। কর্ণাটকের হয়ে বাসুকি কৌশিক ১০ ওভারে ৪৭ রানে তিন উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণ ৮৪ রানে এবং অভিলাষ শেঠি ৫৮ রানে তিনটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কর্ণাটকের শুরুতেই ধাক্কা লাগে। তবে সেঞ্চুরি করা স্মরণ রবিচন্দ্রন এবং অর্ধ-সেঞ্চুরি করা কৃষ্ণ শ্রীজিৎ ও অভিনব মনোহরের ব্যাটিংয়ে ভর করে কর্ণাটক ভালো স্কোর পায়। ৯২ বলে ১০১ রান করা স্মরণ রবিচন্দ্রন ছিলেন কর্ণাটকের সর্বোচ্চ স্কোরার। কৃষ্ণ শ্রীজিৎ ৭৪ বলে ৭৮ রান করেন এবং অভিনব মনোহর ৪২ বলে ৭৯ রান করেন। ১৫ ওভারে ৬৭ রান করার সময় অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল (৩১), দেবদত্ত পাদিক্কাল (৮), অণীশ কে ভি (২৩) আউট হয়ে কর্ণাটক চাপের মুখে পড়ে। তবে চতুর্থ উইকেটে স্মরণ রবিচন্দ্রন এবং কৃষ্ণ শ্রীজিৎ ১৬০ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন।

৩৮তম ওভারে কৃষ্ণ শ্রীজিৎ আউট হলেও শেষ ওভারগুলোতে অভিনব মনোহরের সাথে জোরালো ব্যাটিং করে স্মরণ রবিচন্দ্রন কর্ণাটককে ৩০০ রানের গন্ডি পার করান। ৪৯তম ওভারে স্মরণ রবিচন্দ্রন এবং অভিনব মনোহর আউট হলেও হার্দিক রাজ (৫ বলে ১২*) এবং শ্রেয়স গোপাল (৩*) কর্ণাটককে ৩৪৮ রানে নিয়ে যান। শেষ ওভারগুলোতে ঝড় তোলা অভিনব মনোহর ৪২ বলে ৭৯ রান করেন। ১০টি চার এবং ৪টি ছক্কা ছিল তার ইনিংসে। ৯২ বলে ১০১ রান করা স্মরণ রবিচন্দ্রন ৭টি চার এবং ৩টি ছক্কা মারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari |
'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
'যা করার প্রথম পাঁচ দিনে করে দিয়েছে মমতার পুলিশ', সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতেই মন্তব্য সুকান্তর
জেটির মজা নিচ্ছেন King Kohli, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral