ঘরের মাঠে কি তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে?
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ইডেনে (India vs England t20 series 2025)। তবে তার থেকেও বেশি আলোচনার বিষয় বোধহয় মহম্মদ শামি।
ঘরের মাঠে কি তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে? অন্যদিকে, পরের বছর দেশের মাটিতেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ইডেন থেকেই যেন তার প্রস্তুতি শুরু হতে চলেছে। যদিও টেস্ট ক্রিকেটে চেনা ছন্দে একেবারেই নেই টিম ইন্ডিয়া। লাগাতার ব্যর্থতা। যদিও টি-২০ দলের ছবিটা কিন্তু অনেকটাই আলাদা।
কারণ, এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। আর প্রথম ম্যাচ ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে এসে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়ে গেলেন ভবিষ্যতের পরিকল্পনা।
তাঁর কথায়, “ম্যাচে যেইরকম প্রয়োজন সেইরকম সিদ্ধান্ত নেব। দলের সবার সঙ্গে কথা হয়েছে। যদি প্রয়োজন পড়ে, তাহলে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হব না। আমাদের লক্ষ্য, যত বেশি সম্ভব ম্যাচ জেতা। আর মাত্র এক বছর পরেই বিশ্বকাপ। ওটাই আপাতত আমাদের লক্ষ্য। তার জন্য এখন থেকেই ধারাবাহিকতা নিয়ে আসতে হবে দলের মধ্যে। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাকে মাথায় রেখেই ভবিষ্যতে জয়ী হওয়ার জন্য সমস্ত চেষ্টা করব আমরা।”
অন্যদিকে, অক্ষর আরও যোগ করেছেন, “শামি আগের একদিনের বিশ্বকাপে যথেষ্ট ভালো খেলেছে। তারপর মুস্তাক আলি এবং বিজয় হাজারেতে খুব ভালো বল করেছে। আমরা সবাই জানি বল হাতে ও কী ধরনের ম্যাজিক দেখাতে পারে। টাই ওকে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে। আশা করি, যে ফর্মে ও বিশ্বকাপ খেলেছিল, ঠিক সেই ফর্মেই ও এই সিরিজেও নামতে পারবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।