Virat Kohli: কবে দলে ফিরবেন বিরাট কোহলি? অন্ধকারে বিসিসিআই কর্তারা

Published : Feb 04, 2024, 07:51 PM ISTUpdated : Feb 04, 2024, 08:51 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে বিসিসিআই। বাকি ৩ ম্যাচের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কি খেলবেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি? সোমবারই হয়তো শেষ হয়ে যাবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে। কিন্তু বিরাট এই ৩ ম্যাচে খেলবেন কি না সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিসিসিআই কর্তারা কিছু বলতে পারছেন না। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও অন্ধকারে। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে না পারা কে এল রাহুলও তৃতীয় টেস্টে দলে ফিরবেন কি না বোঝা যাচ্ছে না। তবে বিসিসিআই সূত্রে খবর, এই সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না চোট পেয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজা। ওডিআই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি। এই পেসারের পক্ষে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলা সম্ভব হবে না।

বিরাটকে দলে ফেরার জন্য চাপ দিতে নারাজ বিসিসিআই

বিরাট সম্পর্কে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘সবার কাছেই পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতেই সেটা স্পষ্ট বলা হয়েছে। বিরাট কোহলি যদি মনে করে ও খেলার মতো জায়গায় আছে একমাত্র তাহলেই ও খেলবে।’ ফলে বিরাট কবে দলে ফিরবেন সেটা এখনই বলা যাচ্ছে না।

গোড়ালির চোটে কাবু শামি

হায়দরাবাদ টেস্ট ম্যাচের চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। তিনি ফিট হয়ে ওঠার লক্ষ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছেন। গোড়ালির চোট সারাতে ইংল্যান্ডে গিয়েছেন শামি। এই দুই ক্রিকেটার সম্পর্কে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘মহম্মদ শামির এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই। রবীন্দ্র জাদেজারও এই সিরিজের বাকি ৩ ম্যাচের মধ্যে ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। কে এল রাহুল অনেকটা ফিট হয়ে উঠেছে। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের মধ্যে এক সপ্তাহের বিরতি আছে। ফলে তার মধ্যে ও ফিট হয়ে যেতে পারে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: শিলিগুড়ির স্কুলে ক্রিকেট অ্যাকাডেমি, আসতে পারেন রোহিত শর্মা

India Vs England: বিশাখাপত্তনম টেস্ট জিততে চতুর্থ দিন ভারতের দরকার ৯ উইকেট

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?