সংক্ষিপ্ত
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর পথে ভারতীয় দল। বিশাখাপত্তনমে চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারে ম্যাচ।
হায়দরাবাদের মতোই বিশাখাপত্তনম টেস্ট ম্যাচও চতুর্থ দিনেই শেষ হয়ে যেতে পারে। তৃতীয় দিনের শেষে ম্যাচের যা পরিস্থিতি, তাতে জয়ের জন্য ভারতীয় দলের দরকার ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দরকার ৩৩২ রান। সোমবার চতুর্থ দিন বিশাখাপত্তনমের পিচ থেকে সাহায্য পেতে পারেন স্পিনাররা। ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো স্পিনার আছেন। পেসার জসপ্রীত বুমরা যে কোনও পিচেই ভালো বোলিং করতে সক্ষম। ফলে সোমবারই সিরিজে সমতা ফেরাতে পারে ভারতীয় দল। তবে জয় পেতে হলে ভারতের বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। হায়দরাবাদে দ্বিতীয় ইনিংসে বড় রান করে ইংল্যান্ড। এবার আর অলি পোপদের সেই সুযোগ দিলে চলবে না।
শুবমান-যশস্বীর দাপটে জয়ের পথে ভারত
বিশাখাপত্তনম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২০৯ রানের অসাধারণ ইনিংস খেলেন যশস্বী জয়সোয়াল। দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করেন শুবমান গিল। প্রথম ইনিংসে ৩৯৬ রান করে ভারতীয় দল। জবাবে প্রথম ইনিংসে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৬৭ রান করেছে ইংল্যান্ড। ২৮ রান করে আউট হয়ে গিয়েছেন বেন ডাকেট। অশ্বিনের বলে ক্যাচ নিয়েছেন কোনা শ্রীকর ভরত। ২৯ রান করে অপরাজিত জাক ক্রলি। ৯ রান করে অপরাজিত রেহান আহমেদ।
দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠবেন জসপ্রীত বুমরা?
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪৫ রান দিয়ে ৬ উইকেট নেন জসপ্রীত বুমরা। ৭১ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর। দ্বিতীয় ইনিংসেও বুমরা, অশ্বিন, কুলদীপরা ভালো পারফরম্যান্স দেখাতে পারলে জয় পেতে পারে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Ranji Trophy: মোহিত অবস্থীর ৭ উইকেট, ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংসে হার বাংলার
Shubman Gill: ৩ নম্বরে ব্যাটিং নিয়ে সমালোচনা, শতরানে জবাব শুবমানের