কয়েকদিন পরেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের আগে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের নতুন ধরন বাজবল নিয়ে আলোচনা চলছে।
৩ দশক আগেও বিদেশের পেসারদের সামনে কুঁকড়ে থাকতেন ভারতের ব্যাটাররা। তবে গত ২ দশকে ভারতের পেস বোলিংয়ের অনেক উন্নতি হয়েছে। এখন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের বোলিং সামাল দিতে গিয়ে অন্য দলের ব্যাটাররাই হিমশিম খেয়ে যান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বুমরার কথায় সেই আত্মবিশ্বাসের সুরই শোনা গেল। বাজবল নিয়ে ইংল্যান্ডকে হুঁশিয়ারি দিয়েছেন এই পেসার। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি বাজবল কথাটির সঙ্গে পরিচিত নই। তবে ইংল্যান্ড এভাবে ক্রিকেট খেলে সাফল্য পাচ্ছে। ওরা বিপক্ষ দলকে টেক্কা দেওয়ার জন্য আক্রমণের পথ বেছে নিচ্ছে। ওরা সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, টেস্ট ক্রিকেট খেলার অন্য পথ আছে। একজন বোলার হিসেবে আমার মনে হয়, এভাবে খেলা হলে আমার সুবিধাই হবে। ইংল্যান্ড যদি বাজবলের পথই বেছে নেয় এবং দ্রুতগতিতে ব্যাটিং করে, তাহলে আমি ক্লান্ত হব না। সেক্ষেত্রে আমি অনেক উইকেট পেতে পারি। আমি কীভাবে পরিস্থিতির সুযোগ নিতে পারি, সবসময় সেই চেষ্টাই করি। ইংল্যান্ডকে কুর্ণিশ জানাচ্ছি। তবে একজন বোলার হিসেবে আমার সুবিধা হবে।’
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে ছন্দে বুমরা
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বুমরা। ২টি টেস্ট ম্যাচে তিনি ১২ উইকেট নিয়েছেন। এর মধ্যে একটি ইনিংসে ৪ উইকেট এবং অন্য একটি ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরা। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে সিরিজ জেতাতে চান।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ভরসা বুমরা
দেশের মাটিতে সিরিজ হলেও, ভারতীয় দল এখন আর শুধু স্পিনারদের উপর নির্ভর করে নেই। ভারতীয় দলের পেসাররাও এখন ম্যাচ জেতান। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও বুমরা, সিরাজদের উপর নির্ভর করছে ভারতীয় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্টে খেলছেন না বিরাট কোহলি
India Vs England: সিরিজ শুরুর আগেই দেশে ফিরলেন হ্যারি ব্রুক, পরিবর্ত ড্যান লরেন্স
India Vs England: 'এখানে বাজবল চলবে না,' ইংল্যান্ডকে কটাক্ষ হরভজনের