সংক্ষিপ্ত

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বিরাট কোহলির সরে যাওয়ার সিদ্ধান্তে ধাক্কা খেল ভারতীয় দল। বিরাটকে ছাড়াই লড়াই করতে হবে ভারতীয় দলকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ধাক্কা খেল ভারতীয় দল। এই সিরিজের প্রথম ২ ম্যাচে খেলছেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অধিনায়ক রোহিত শর্মা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। তিনি হায়দরাবাদে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দেন। তিনি যে এই সিরিজের সব ম্যাচে খেলবেন না, সে ব্যাপারে কোনও আভাস পাওয়া যায়নি। রবিবারও দলের সঙ্গেই ছিলেন বিরাট। কিন্তু সোমবার জানা গেল, হায়দরাবাদ ও বিশাখাপত্তনম টেস্ট ম্যাচে খেলবেন না এই তারকা ব্যাটার।

বিরাটের পাশে বিসিসিআই

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছে বিরাট। ও বলেছে, দেশের প্রতিনিধিত্ব করা ওর কাছে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কিছু ব্যক্তিগত পরিস্থিতিতে নিজের উপস্থিত থাকা ও সবসময় নজর রাখা দরকার। সেই কারণেই ওর পক্ষে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট ম্যাচে খেলা সম্ভব নয়। ওর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে বিসিসিআই। এই তারকা ব্যাটারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। দলের বাকিদের প্রতি এই ভরসা আছে যে ওরা টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স দেখাবে।’

ক্রিকেটপ্রেমীদের জল্পনা-কল্পনা না করার অনুরোধ বিসিসিআই-এর

বিসিসিআই-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘সংবাদমাধ্যম ও ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, এই সময় বিরাট কোহলির ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। তিনি কী ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ২ টেস্ট ম্যাচে খেলবেন না, সে ব্যাপারে কোনও জল্পনা-কল্পনা করবেন না। ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করার দিকেই নজর থাকা উচিত। টেস্ট সিরিজের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল। এ বিষয়েই আলোচনা করা উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: সিরিজ শুরুর আগেই দেশে ফিরলেন হ্যারি ব্রুক, পরিবর্ত ড্যান লরেন্স

India Vs England: 'এখানে বাজবল চলবে না,' ইংল্যান্ডকে কটাক্ষ হরভজনের

YouTube video player