ভারতীয় দলের যে ২ ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন উঠেছিল, তাঁদের মধ্যে শ্রেয়াস আইয়ার জাতীয় দলে ফিরেছেন। কিন্তু ঈশান কিষান কবে দলে ফিরবেন সেটা এখনও স্পষ্ট নয়।
ঈশান কিষানকে জাতীয় দলে ফিরতে হলে খেলা শুরু করতে হবে। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটেই যে খেলতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু যে কোনও পর্যায়ে খেলতে হবে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে ঈশান। তিনি জাতীয় দল থেকে ছুটি চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে। টিম ম্যানেজমেন্ট রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য জোর করছে না। কিন্তু কোনও পর্যায়েই প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলে ঈশানের পক্ষে জাতীয় দলে ফেরা সম্ভব হবে না। এই উইকেটকিপার-ব্যাটার ফিটনেস ও ফর্মের প্রমাণ দিলে তবেই তাঁকে জাতীয় দলে ফেরানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড়।
ঈশানকে নিয়ে প্রশ্নে বিরক্ত দ্রাবিড়?
ঈশান সম্পর্কে দ্রাবিড় বলেছেন, ‘যে কেউ দলে ফেরার সুযোগ পেতে পারে। আমি ঈশান কিষানকে নিয়ে বারবার একই কথা বলে যেতে চাই না। আমি যতটা সম্ভব ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ঈশান ছুটি চেয়েছিল। আমরা খুশি মনেই ওকে ছুটি দিই। ও যখন তৈরি হবে, তখনই দলে ফিরবে। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আমি বলেছি, ও যখন তৈরি হবে তখন ক্রিকেট খেলেই জাতীয় দলে ফিরতে হবে। কী করবে সেটা ওকেই বেছে নিতে হবে। আমরা ওর উপর কিছু চাপিয়ে দিচ্ছি না।’
ঈশানের সঙ্গে যোগাযোগ আছে, জানালেন দ্রাবিড়
দ্রাবিড় আরও বলেছেন, ‘ঈশানের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এমন নয় যে ওর সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ও এখনও খেলা শুরু করেনি। ফলে ওকে দলে ফেরানোর কথা আমরা ভাবতে পারছি না। কারণ, ও হয়তো এখনও দলে ফেরার জন্য তৈরি নয়। ও কখন তৈরি হবে সেটা নিজেই ঠিক করবে।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs England: সাড়ে তিন দিনেই কুপোকাত ইংল্যান্ড, বিশাখাপত্তনমে ভারতের উত্থান
Virat Kohli: কবে দলে ফিরবেন বিরাট কোহলি? অন্ধকারে বিসিসিআই কর্তারা