
Ajit Agarkar on Jasprit Bumrah: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2024-25) প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল জয়ও পায়। ফলে রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের পর জসপ্রীত বুমরাকেই (Jasprit Bumrah) ভারতের টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করা হবে বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে ফিটনেসই তাঁর বিপক্ষে গেল। গত কয়েক বছরে বারবার চোটের কবলে পড়েছেন এই পেসার। অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্ট ম্যাচ চলাকালীন চোট পান তিনি। যার জেরে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়। চলতি আইপিএল-এর (IPL 2025) শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলতে পারেননি বুমরা। তবে তিনি এখন ফিট। ইংল্যান্ড সফরে দলের সবার সঙ্গে যাবেন এই পেসার। যদিও তিনি সব ম্যাচে খেলবেন না।
শনিবার ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দল ঘোষণার পর বুমরার বিষয়ে বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) জানিয়েছেন, ‘আমার মনে হয় না ও পাঁচ টেস্টে খেলতে পারবে। ফিজিও, চিকিৎসকরা আমাদের তেমনই জানিয়েছেন। ও তিন-চারটি ম্যাচে খেলতে পারে। সিরিজ কীভাবে এগোয় এবং ওর শরীর কেমন ওয়ার্কলোড নিতে পারে, তার উপর সবকিছু নির্ভর করছে। ও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও যদি তিনটি বা চারটি টেস্ট ম্যাচেও খেলার মতো ফিট থাকে, তাহলে আমাদের টেস্ট ম্যাচ জিতিয়ে দিতে পারে। ও ফিট হয়ে ওঠায় আমরা খুব খুশি। অস্ট্রেলিয়া সফরে ও যে ধাক্কা খেয়েছিল, তাতে খুব বেশি ক্ষতি হয়নি। ও ফের খেলা শুরু করেছে। আমি জানি, ও এখন টি-২০ ক্রিকেট খেলছে। কিন্তু আইপিএল-এ ও কী করছে আমরা দেখেছি। ও দলে থাকায় আমি খুব খুশি।’
বুমরার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সংশয়ের জন্যই তাঁকে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হল না। চোটের জন্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) খেলতে পারেননি এই পেসার। এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১৬ উইকেট নিয়েছেন বুমরা। এই কারণেই ইংল্যান্ড সফরে তাঁর পারফরম্যান্স নিয়ে আশাবাদী আগরকর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।