Glenn Maxwell: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পঞ্চম শতরান, রোহিতের রেকর্ড স্পর্শ ম্যাক্সওয়েলের

টি-২০ ফর্ম্যাটে অন্যতম সফল ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিগ ব্যাশ লিগ, আইপিএল-এও দুর্দান্ত সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পঞ্চম শতরান করে ভারতের অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। রবিবার অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৫৫ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। তিনি ১২টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি মারেন। ম্যাক্সওয়েলের ঝোড়ো শতরানের সুবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২৪১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেটে ২০৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩৪ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ১ ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডের অভিশাপ কাটাতে পেরে স্বস্তিতে ম্যাক্সওয়েল

Latest Videos

অ্যাডিলেডে এর আগে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে ম্যাক্সওয়েলের। এই শহরেই বন্ধুদের সঙ্গে মদ্যপান করার সময় তিনি অজ্ঞান হয়ে যান। এর ফলে হাসপাতালে রাত কাটাতে হয়। এই ঘটনা ঘটে এ বছরেরই ১৯ জানুয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার ঠিক আগে এই কাণ্ড ঘটান ম্যাক্সওয়েল। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া ছিটকে যাওয়ার পর অ্যাডিলেডে বন্ধুদের সঙ্গে পার্টিতে আনন্দ করার সময় পা ভেঙে বসেন ম্যাক্সওয়েল। এবার অ্যাডিলেডে শতরান করতে পেরে খুব খুশি এই তারকা ব্যাটার। তিনি বলেছেন, ‘আমি বাবা-মাকে এখানে নিয়ে এসেছিলাম। অ্যাডিলেডে একাধিকবার আমাকে অভিশাপের শিকার হতে হয়েছে। আমি এখানে আহত হয়েছি, পা ভেঙেছি। ফলে এবারের অ্যাডিলেড সফর ইতিবাচক হওয়ায় ভালো লাগছে।’

আন্তর্জাতিক টি-২০ ম্যাচে পঞ্চম শতরান করে খুশি ম্যাক্সওয়েল

এই ইনিংস সম্পর্কে ম্যাক্সওয়েল বলেছেন, ‘আমি যে সুযোগ পেয়েছি সেটা পুরোপুরি কাজে লাগাতে চেয়েছিলাম। টি-২০ কেরিয়ারে এরকম সুযোগ বেশি পাওয়া যায় না। উইকেট ভালো ছিল। যত বেশিক্ষণ সম্ভব উইকেটে টিকে থাকাই আমার লক্ষ্য ছিল। আমার ফুটওয়ার্ক একটু মন্থর। সেই কারণে হাতের জোরে শট খেলার চেষ্টা করছিলাম। ফিল্ডারদের মাথার উপর দিয়ে শট খেলার চেষ্টা করছিলাম।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs England: হাঁটুর চোট, বাকি ৩ টেস্ট ম্যাচে নেই ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ

AB de Villiers: 'ভুল করেছি, কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি,' বার্তা এবি ডিভিলিয়ার্সের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari