হাঁটুর চোটের জন্য মাঠের বাইরে ঋষভ পন্থ, তৃতীয় দিন মাঠে নামতে পারবেন?

Published : Oct 17, 2024, 06:24 PM ISTUpdated : Oct 17, 2024, 06:54 PM IST
Rishabh Pant Diving Catch

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন খেলা শুরু হওয়ার পর কোণঠাসা হয়ে পড়ল ভারতীয় দল। তৃতীয় দিন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতীয় দল।

গাড়ি দুর্ঘটনার পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কিন্তু বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ফের হাঁটুতে চোট পেলেন ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এদিন নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭-তম ওভারে বল ধরতে গিয়ে ডান হাঁটুতে চোট পান ঋষভ। তাঁকে দেখে মনে হচ্ছিল হাঁটুতে অস্বস্তি হচ্ছে। মাঠে ছুটে যান ভারতীয় দলের ফিজিও। ঋষভের প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাঠেই রেখে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ঋষভের পক্ষে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তাঁর দিনের বাকি সময়ে পরিবর্তে উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল।

শুক্রবার মাঠে নামতে পারবেন ঋষভ?

১৪ মাস রিহ্যাবে থাকার পর মাঠে ফিরেছেন ঋষভ। তিনি যে মারাত্মক চোট পেয়েছিলেন, তারপর মাঠে ফেরা সহজ ছিল না। তাঁর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছিল। তবে অসম্ভব মনের জোর দেখিয়ে ফিট হয়ে মাঠে ফিরেছেন ঋষভ। তিনি মাঠে ফেরার জন্য অনেক পরিশ্রম করেছেন। কিন্তু এই উইকেটকিপার-ব্যাটার যাতে নতুন করে চোট না পান, সে বিষয়ে সতর্ক ভারতীয় দল।

ঋষভের চোট নিয়ে চিন্তায় ভারতীয় দল

অস্ট্রেলিয়া সফরের আগে ঋষভের হাঁটুর চোট নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে ভারতীয় দল। গতবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জয় এনে দেন ঋষভ। তাঁর ব্যাটিং ভারতীয় দলের বড় শক্তি। চলতি বেঙ্গালুরু টেস্টেও ঋষভকে ভারতীয় দলের দরকার। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। ঋষভের কাছ থেকে দ্বিতীয় ইনিংসে বড় স্কোরের আশায় ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দিনের শেষে ১৩৪ রানে এগিয়ে নিউজিল্যান্ড, বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে ভারত?

বেঙ্গালুরুতে চেতেশ্বর পূজারার অভাব অনুভব করল ভারতীয় দল, মত অনিল কুম্বলের

দেশের মাটিতে টেস্ট ইনিংসে সর্বনিম্ন স্কোর, বেঙ্গালুুরুতে লজ্জায় ভারতীয় দল

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?