বেঙ্গালুরুতে চেতেশ্বর পূজারার অভাব অনুভব করল ভারতীয় দল, মত অনিল কুম্বলের

Published : Oct 17, 2024, 04:20 PM ISTUpdated : Oct 17, 2024, 04:49 PM IST
Cheteshwar Pujara

সংক্ষিপ্ত

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে ভারতীয় দল। এই লজ্জাজনক ব্যাটিংয়ের পর ভারতীয় দলের ব্যাটিং নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলে। তিনি অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারার অভাব অনুভব করেছেন। এদিন বিরাট কোহলিকে ৩ নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়। ৯ বল খেলে রান করার আগেই আউট হয়ে যান বিরাট। ভারতীয় দল মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছে। কুম্বলের মনে হচ্ছে, ভারতীয় ব্যাটাররা আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। পূজারার মতো একজন ব্যাটার ভারতীয় দলে থাকলে ধৈর্য ধরে ব্যাটিং করতে পারতেন এবং ক্রিজের একদিক আঁকড়ে থাকতে পারতেন।

বিরাটকে ৪ নম্বরেই দেখতে চাইছেন কুম্বলে

কুম্বলে বলেছেন, ‘বিরাট কোহলির ৪ নম্বরেই ব্যাটিং করা উচিত। ও ৪ নম্বরে ব্যাটিং করার জন্য দলের সেরা ব্যাটার। ৩ নম্বরে চেতেশ্বর পূজারার মতো কেউ থাকলে ভালো হত। অনেক বছর ধরে ৩ নম্বরে ব্যাটিং করে ভালো পারফরম্যান্স দেখিয়েছে পূজারা। ও ১০০ টেস্ট ম্যাচ খেলেছে। ও যদি আজ খেলত, তাহলে খেলা অন্যরকম হতে পারত। ও শট খেলার বদলে ব্যাটে বল আসতে দিত। আজ এই ধরনের ব্যাটিংই দরকার ছিল। ৩ নম্বরে কাকে ব্যাটিং করতে পাঠানো হবে, সেটা নিয়ে ভারতীয় দলকে ভাবতে হবে।’

৩ নম্বরে বেমানান বিরাট

চোটের জন্য বেঙ্গালুরু টেস্টে খেলতে পারছেন না শুবমান গিল। তাঁর পরিবর্তেই ৩ নম্বরে ব্যাটিং করতে নামেন বিরাট। তিনি ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে রান পেলেন না। টেস্ট ক্রিকেটে ৬ ম্যাচে ৩ নম্বরে ব্যাটিং করলেন বিরাট। তিনি ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৯৭ রান করেছেন। বৃহস্পতিবারই ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথমবার ০ রানে আউট হলেন বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিন্নাস্বামীতে লজ্জা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানও করতে পারলেন না বিরাট-রোহিতরা

দেশের মাটিতে টেস্ট ইনিংসে সর্বনিম্ন স্কোর, বেঙ্গালুুরুতে লজ্জায় ভারতীয় দল

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ২০ জন ব্যাটারের তালিকায় বিরাটের সঙ্গেই রুট

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত