সংক্ষিপ্ত

বৃষ্টির জন্য বুধবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের প্রথম দিন খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার খেলা শুরু হতেই কোণঠাসা হয়ে পড়ল ভারতীয় দল।

কয়েকদিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট ম্যাচে ধুন্ধুমার ব্যাটিং করেছিল ভারতীয় দল। কিন্তু বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। দেশের মাটিতে এটাই টেস্ট ম্যাচের কোনও ইনিংসে ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর। টেস্ট ম্যাচের ইতিহাসে এটা ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এদিন মাত্র ৩১.২ ওভারের মধ্যে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ভারতের পাঁচজন ব্যাটার ০ রানেই আউট হয়ে গেলেন। বিরাট কোহলি, সরফরাজ খান, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন রান পেলেন না। রোহিত শর্মা (২), কুলদীপ যাদব (২), জসপ্রীত বুমরা (১), মহম্মদ সিরাজ (অপরাজিত ৪) লড়াই করতে পারলেন না। দুই অঙ্কের রান পেলেন শুধু যশস্বী জয়সোয়াল (১৩) ও ঋষভ পন্থ (২০)।

নিউজিল্যান্ডের অসাধারণ বোলিং

নিউজিল্যান্ডের হয়ে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। ২২ রান দিয়ে ৪ উইকেট নেন উইলিয়াম ওরুরকি। ৮ রান দিয়ে ১ উইকেট নিলেন টিম সাউদি। রোহিতকে আউট করে ভারতের ইনিংসে প্রথম ধাক্কা দেন সাউদি। এরপর ভারতের ইনিংসে ধস নামান উইলিয়াম ও হেনরি। বুধবার বৃষ্টির জন্য সারাদিন খেলা সম্ভব হয়নি। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত। তাঁর এই সিদ্ধান্তের খেসারত দিতে হল ভারতীয় দলকে।

ভারতীয় উপমহাদেশে টেস্ট ইনিংসে সর্বনিম্ন স্কোর

বৃহস্পতিবার ভারতীয় উপমহাদেশে টেস্ট ইনিংসে সর্বনিম্ন রান করল ভারতীয় দল। ১৯৮৬ সালে ফয়সলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৫৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লজ্জার রেকর্ড ভেঙে দিল ভারতীয় দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চিন্নাস্বামীতে লজ্জা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানও করতে পারলেন না বিরাট-রোহিতরা

'ভারত নিয়ে কোনও আলোচনা চলবে না,' পাকিস্তানের জুনিয়র ক্রিকেটারদের কড়া বার্তা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ২০ জন ব্যাটারের তালিকায় বিরাটের সঙ্গেই রুট