বেঙ্গালুরু টেস্টে ৯৯ রানে আউট, সৌরভ-ধোনির সঙ্গে একই সারিতে ঋষভ পন্থ
শনিবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের চতুর্থ দিন অসাধারণ ব্যাটিং করেও শতরান পেলেন না ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তিনি ৯৯ রান করে আউট হয়ে গেলেন। ঋষভ শতরান না পাওয়ায় হতাশ ভারতীয় শিবির।
| Published : Oct 19 2024, 04:47 PM IST / Updated: Oct 19 2024, 04:48 PM IST
- FB
- TW
- Linkdin
টেস্ট ক্রিকেটে দশম ভারতীয় ব্যাটার হিসেবে ৯৯ রানে আউট হলেন ঋষভ পন্থ
শনিবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের চতুর্থ দিন ৯৯ রান করে আউট হয়ে গেলেন ঋষভ পন্থ। তাঁর আগে ৯ জন ভারতীয় ব্যাটার টেস্টে ৯৯ রান করে আউট হয়ে গিয়েছেন।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সরফরাজ খানের সঙ্গে অসাধারণ পার্টনারশিপ ঋষভ পন্থের
শনিবার ১০৫ বলে ৯৯ রান করে উইলিয়াম ও'রুরকির বলে বোল্ড হয়ে যান ঋষভ পন্থ। তিনি দুর্দান্ত ব্যাটিং করেও শতরান করতে না পেরে হতাশ।
সরফরাজ খানের সঙ্গে জুটিতে ১৭৭ রান যোগ করে ভারতীয় দলকে লড়াইয়ে ফেরান ঋষভ পন্থ
শুক্রবার বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরেই খেলা শেষ হয়ে যায়। শনিবার সকালে সরফরাজ খানের সঙ্গে জুটি বেঁধে লড়াই শুরু করেন ঋষভ পন্থ। এই জুটিতে যোগ হয় ১৭৭ রান।
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে শতরান করতে না পারলেও, ঋষভ পন্থের লড়াই প্রশংসিত হচ্ছে
ডান হাঁটুতে চোট নিয়েও ব্যাটিং করতে নেমে ঋষভ পন্থ যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে মুগ্ধ ক্রিকেট মহল।
টেস্ট ক্রিকেটে ৯৯ রান করে আউট হয়ে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে একই সারিতে ঋষভ পন্থ
সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেহওয়াগের মতো তারকা টেস্ট ক্রিকেটে ৯৯ রান করে আউট হয়ে গিয়েছেন। তাঁদের সঙ্গে একই সারিতে ঋষভ পন্থ।
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন ঋষভ পন্থ
অতীতে অস্ট্রেলিয়া সফরে অসাধারণ ব্যাটিং করেছেন ঋষভ পন্থ। এবারের অস্ট্রেলিয়া সফরেও তাঁর কাছ থেকে একইরকম পারফরম্যান্সের আশায় ভারতীয় দল।
একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ২ বার ৯৯ রানে আউট সৌরভ গঙ্গোপাধ্যায়
১৯৯৭ সালে নাগপুর টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৯ রানে আউট হয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর ২০০২ সালে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৯ রান করে আউট হয়ে যান সৌরভ।
টেস্ট ক্রিকেটে দু'জন বাঙালি ৯৯ রান করে আউট হয়ে যাওয়ার নজির গড়েছেন
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মের অনেক বছর আগে ১৯৫৯ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৯৯ রান করে আউট হয়ে যান পঙ্কজ রায়।
১২ বছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৯৯ রানে আউট হন মহেন্দ্র সিং ধোনি
২০১২ সালে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৯৯ রান করার পর রান আউট হয়ে যান মহেন্দ্র সিং ধোনি।
টেস্ট ক্রিকেটে ৯৯ রানে আউট হয়ে যাওয়ার নজির রয়েছে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগেরও
এম এল জয়সীমা, বীরেন্দ্র সেহওয়াগ, নভজ্যোত সিং সিধু, রুশি সুর্তি, মুরলী বিজয়, অজিত ওয়াডেকরও টেস্ট ক্রিকেটে ৯৯ রান করে আউট হয়েছেন।
টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশিবার ন'য়ের ঘরে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর
টেস্ট ক্রিকেটে ১০ বার ন'য়ের ঘরে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর। রাহুল দ্রাবিড় ৯ বার ন'য়ের ঘরে আউট হয়েছেন।