Pakistan vs Australia: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে দুর্দান্ত ফর্মে পাকিস্তান। দেশের মাটিতে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে সলমন আগার (Salman Agha) দল।

DID YOU
KNOW
?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। শ্রীলঙ্কার মাটিতে সব ম্যাচ খেলবে পাকিস্তান।

Pakistan vs Australia T20 Series: দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচই জিতে সিরিজ দখল করল পাকিস্তান। প্রথম ম্যাচে ২২ রানে জয় পাওয়ার পর শনিবার দ্বিতীয় ম্যাচে ৯০ রানে জয় পেল পাকিস্তান। এই সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে খেলছে না অস্ট্রেলিয়া। কিন্তু তারপরেও সিরিজের প্রথম দুই ম্যাচেই হার বড় ধাক্কা। অসিদের ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে বরাবরের দুর্বলতা ফের প্রকট হয়ে গেল। এই সিরিজের প্রথম দুই ম্যাচে ১৮ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ১৬ উইকেট নিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। বাকি দুই উইকেট রান আউট। ফলে টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে অস্ট্রেলিয়া শিবিরকে ব্যাটিং নিয়ে ভাবতে হচ্ছে।

ব্যাটিং ব্যর্থতায় হার অস্ট্রেলিয়ার

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)। পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ রান করে পাকিস্তান। সবচেয়ে ভালো ব্যাটিং করেন অধিনায়ক। তিনি ৪০ বল খেলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৭৬ রান করেন। উইকেটকিপার-ব্যাটার উসমান খান (Usman Khan) ৩৬ বল খেলে ৫৩ রান করেন। ওপেনার সায়েম আয়ুব (Saim Ayub) ১১ বল খেলে ২৩ রান করেন। শাদাব খান (Shadab Khan) ২০ বল খেলে ২৮ রান করে অপরাজিত থাকেন। বড় টার্গেট তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন (Cameron Green) ২০ বল খেলে ৩৫ রান করেন। টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া ম্যাথু শর্ট (Matthew Short) ২৩ বল খেলে ২৭ রান করেন। ব্যাটিং ব্যর্থতার জন্যই হেরে গেল অস্ট্রেলিয়া

টি-২০ বিশ্বকাপের জন্য তৈরি পাকিস্তান

বয়কটের নাটক করলেও, টি-২০ বিশ্বকাপে খেলবে পাকিস্তান। তারা এই সিরিজের মাধ্যমে প্রস্তুতি সেরে নিচ্ছে। তাদের দল শ্রীলঙ্কায় যাওয়ার জন্য তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।