
India vs New Zealand First T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয় পেল ভারতীয় দল। নাগপুরের (Nagpur) বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) হাই-স্কোরিং ম্যাচে সহজ জয় পেল ভারত। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ২৩৮ রান করে। টি-২০ ফর্ম্যাটে ২৩৯ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সহজ নয়। নিউজিল্যান্ড দল লড়াই করলেও, জয়ের ধারেকাছে পৌঁছতে পারেনি। তারা সাত উইকেট হারিয়ে ১৯০ রান করেই থেমে যায়। ফলে সিরিজের প্রথম জিতে এগিয়ে গেল ভারত। ওডিআই সিরিজে হেরে যাওয়ার পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই জয় পাওয়ায় ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেল।
এদিন ভারতীয় দলের হয়ে সেরা ব্যাটিং করেন ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি ৩৫ বলে ৮৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। রিঙ্কু সিং (Rinku Singh) ২০ বল খেলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ২২ বল খেলে ৩২ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১৬ বল খেলে ২৫ রান করেন।
নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান গ্লেন ফিলিপস (Glenn Phillips)। তিনি ৪০ বল খেলে ৭৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি। মার্ক চাপম্যান (Mark Chapman) ২৪ বল খেলে ৩৯ রান করেন। ড্যারিল মিচেল (Daryl Mitchell) ১৮ বল খেলে ২৮ রান করেন। অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ১৩ বল খেলে ২০ রান করে অপরাজিত থাকেন। ভারতীয় দলের হয়ে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও শিবম দুবে (Shivam Dube) জোড়া উইকেট করে নেন। আর্শদীপ সিং (Arshdeep Singh), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেল (Axar Patel) এক উইকেট করে নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।