ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০: শতরান হারালেন অভিষেক শর্মা, বিশাল স্কোর ভারতের

Published : Jan 21, 2026, 08:51 PM ISTUpdated : Jan 21, 2026, 09:03 PM IST
abhishek sharma

সংক্ষিপ্ত

India vs New Zealand: নাগপুরের (Nagpur) বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) চলছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো জায়গায় ভারতীয় দল।

DID YOU KNOW ?
টি-২০ বিশ্বকাপ ২০২৬
২ সপ্তাহ পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল।

Abhishek Sharma: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে ভারতীয় দলের সবচেয়ে আকর্ষণীয় ব্যাটার হয়ে উঠেছেন অভিষেক শর্মা। এই তরুণ ওপেনার অসাধারণ ফর্মে। বুধবার নাগপুরের (Nagpur) বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের প্রথম টি-২০ ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করলেন অভিষেক। তিনি ওপেন করতে নেমে ৩৫ বলে ৮৪ রান করলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ২৪০। নিশ্চিত শতরানের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন এই তরুণ। কিন্তু তিনি শতরানের আগেই থেমে গেলেন। তবে এই ম্যাচে শতরান না পেলেও, ভবিষ্যতে আরও অনেক ভালো ইনিংসের ইঙ্গিত দিয়ে রাখলেন অভিষেক। তিনি ভারতীয় দলকে স্বপ্ন দেখাচ্ছেন।

বিশাল স্কোর ভারতের

এদিন শিশিরের কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)। কিন্তু অন্তত ম্যাচের প্রথমার্ধে তাঁর হিসেবের গোলমাল করে দিলেন অভিষেক। ম্যাচের শুরুতে মনে হচ্ছিল ভালো জায়গায় থাকবে নিউজিল্যান্ড। ওপেনার সঞ্জু স্যামসন (Sanju Samson) সাত বল খেলে ১০ রান করে আউট হয়ে যান। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে পাঁচ বল খেলে আট রান করেই আউট হয়ে যান ঈশান কিষান (Ishan Kishan)। ২.৫ ওভারে ২৭ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। এরপর অভিষেকের সঙ্গে ক্রিজে যোগ দেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই জুটিতে যোগ হয় ৯৯ রান। সূর্যকুমার ২২ বল খেলে ৩২ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১৬ বল খেলে ২৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। শিবম দুবে (Shivam Dube) চার বল খেলে নয় রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) পাঁচ বল খেলে পাঁচ রান করেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) ছয় বল খেলে ছয় রান করে অপরাজিত থাকেন। অসামান্য ব্যাটিং করলেন রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি ২০ বল খেলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে।

ভালো বোলিং জ্যাকব ডাফির

ভারতীয় দল বিশাল স্কোর করলেও, ভালো বোলিং করলেন জ্যাকব ডাফি (Jacob Duffy)। এই পেসার চার ওভার বোলিং করে ২৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। কাইল জেমিয়েসন (Kyle Jamieson) চার ওভার বোলিং করে ৫৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে জোড়া শতরান অভিষেক শর্মার।
ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে জোড়া শতরান ও সাতটি অর্ধশতরান করেছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা
ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০: ফর্মে ফেরার ইঙ্গিত, নতুন নজির সূর্যকুমারের