
India vs New Zealand: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) আগে ভারতীয় দলের জন্য ভালো খবর। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভালো ব্যাটিং করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চার নম্বরে ব্যাটিং করতে নেমে এই তারকা ২২ বল খেলে ৩২ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক। তিনি অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে জুটি বেঁধে ৪৭ বলে ৯৯ রান যোগ করেন। বিপক্ষ দলের অধিনায়ক মিচেল স্যান্টনারের (Mitchell Santner) বলে টিম রবিনসনকে (Tim Robinson) ক্যাচ দিয়ে ফিরে যান সূর্যকুমার। এদিন তিনি অর্ধশতরান না পেলেও, ভারতীয় দলকে বিশাল স্কোর করতে সাহায্য করলেন।
এদিন নতুন নজির গড়লেন সূর্যকুমার। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় দ্রুততম ৯,০০০ রান পূর্ণ করলেন। তবে এই নজিরের চেয়েও তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত বেশি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ২২ ইনিংসে অর্ধশতরান পাননি সূর্যকুমার। তিনি শেষবার অর্ধশতরান করেছিলেন ২০২৪ সালের অক্টোবরে। হায়দরাবাদে (Hyderabad) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে সেই ম্যাচের পর থেকে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫০ রান করতে পারেননি ভারতের অধিনায়ক। বুধবার তিনি অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গেলেও, তা করতে পারলেন না।
আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৩২১ ইনিংসে ৯,০০০ রান পূর্ণ করলেন সূর্যকুমার। এক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার আগে বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ২৭১ ইনিংসে ৯,০০০ রান পূর্ণ করেন। দ্বিতীয় স্থানে থাকা শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৩০৮ ইনিংসে ৯,০০০ রান পূর্ণ করেন। তবে সবার আগে বাবর আজম (Babar Azam)। পাকিস্তানের (Pakistan) এই তারকা ব্যাটার ২৪৫ ইনিংসে ৯,০০০ রান পূর্ণ করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।